বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। আসন্ন আসরে জায়গা নিশ্চিত করার দ্বারপ্রান্তে বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও সম্প্রতি কিছুটা ছন্দ হারিয়েছে দলটি। এরই মাঝে আরো দুঃসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা।বাছাই পর্বে নিজেদের সবশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরেছে লিওনেল স্কালোনির দল।
গত শুক্রবার (১৫ নভেম্বর) প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। পরাজয়ের ওই দিনে জোড়া ইনজুরির ধাক্কা খেয়েছে আকাশী-নীলরা।
ঘরের মাঠে পেরুর বিপক্ষে খেলার আগে তাই স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন কোচ লিওনেল স্কালোনি। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন নাহুয়েল মলিনা। ফলে এই ফুলব্যাককে মাঠ থেকে তুলে বদলি খেলোয়াড় নামাতে হয়েছিল। সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো আগে থেকেই ইনজুরিতে ভুগলেও প্যারাগুয়ের বিপক্ষে ইঞ্জেকশন নিয়ে খেলতে নেমেছিলেন। তবে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই দুইজনকে পাচ্ছেন না স্কালোনি।
বুধবার (২০ নভেম্বর) লা বোম্বানেরায় পেরুকে আতিথেয়তা দিবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ১২তম ম্যাচ এটি তাদের। এই ম্যাচে টটেনহ্যাম হটস্পারের সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরির কারণে ছিটকে গেছেন।তার জায়গায় দলে ডাক পেয়েছেন গিউলিয়ানো সিমিওনে। রোমেরোর ডান পায়ের চোটের অবনতি হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এরই মধ্যে লন্ডনে নিজের ক্লাবে ফিরে গেছেন। সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।
গিউলিয়ানো সিমিওনে আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার এবং অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে। ২১ বছর বয়সী সিমিওনে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়েই খেলেন। চলতি মৌসুমে এই ফরোয়ার্ড লিগে ৮ ম্যাচে ১ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন।
চলতি বছর আর্জেন্টিনার জার্সিতে প্যারিস অলিম্পিকে খেলেছেন সিমিওনে। মরক্কোর বিপক্ষে গোলও করেছিলেন তিনি। এদিকে পেরুর বিপক্ষে ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের ফুলব্যাক নাহুয়েল মলিনার না খেলাও নিশ্চিত।
প্যারাগুয়ের বিপক্ষে চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি এই রাইটব্যাক। তার জায়গায় দ্বিতীয়ার্ধে খেলা গঞ্জালো মন্টিয়েলই পেরুর বিপক্ষে প্রথম একাদশে খেলবেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :