শেষের পথে উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের লড়াই। যেখানে সোমবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে স্পেন।টেনেরিফে মুখোমুখি হয়েছিল স্পেন ও সুইজারল্যান্ড। স্পেনের কাছে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে সুইসরা। তবে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পায় স্প্যানিশরা। ম্যাচের ফল স্পেন ৩-২ সুইজারল্যান্ড।
ম্যাচের ৩২ মিনিটে স্পেনকে এগিয়ে দেন পিনো। পেদ্রির পেনাল্টি সেভ করেন সুইস গোলরক্ষক এমভোগো। তবে সেই বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীর ডিফেন্ডাররা। সেই বল পেয়ে জালে জড়ান পিনো।
৬৩তম মিনিটে জোয়েল মন্টিরোর গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। তবে তার পাঁচ মিনিট পরই আবার লিড পেয়ে যায় স্পেন। এবারের গোল স্কোরার ব্রায়ান গিল। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে আবারও সমতায় ফেরান শাকিরি।
প্রতিপক্ষের সিয়েরোকে স্পেনের ফাবিয়ান রুইস বক্সে ফেলে দিলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সফল স্পট-কিকে স্পেনের জয়সূচক গোল করেন ৬৯তম মিনিটে বদলি নামা জারাগোসা।
এ ফুটবলার নিজেই আদায় করে নিয়েছিলেন পেনাল্টি। গ্রুপ সেরা হয়ে স্পেনের কোয়ার্টার-ফাইনালে ওঠা নিশ্চিত হয়েছিল আগেই। অন্যদিকে এই ম্যাচের আগে ‘বি’ লিগে নেমে যাওয়া নিশ্চিত হয়েছিল সুইজারল্যান্ডের।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :