নভেম্বরের ১৯ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত নিজের দেশ স্পেনের হয়ে ডেভিস কাপে শেষবারের জন্য কোর্টে নামছেন রাফায়েল নাদাল। এরপর আর কোনও গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতাতেই তাঁকে আর খেলতে দেখা যাবে না। একসময়ের কোর্টের প্রতিদ্বন্দী কিন্তু মাঠের বাইরের বন্ধু রজার ফেডেরারই রাফার শেষ ম্যাচের আগে দিলেন আবেগঘন বার্তা।
২০২২ সালে যখন টেনিস থেকে অবসর নিয়েছিলেন রজার ফেডেরার, তখন রাফায়েল নাদালের সঙ্গেই জুটি লেভার কাপে খেলেছিলেন তিনি। এবার সময় এসেছে রাফায়েল নাদালেরও বিদায় নেওয়ার। আগেই জানিয়েছিলেন নভেম্বরেই শেষবার ডেভিড কাপে তিনি খেলবেন। বর্ণময় কেরিয়ারে ২২টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। একটা সময় ছিলেন সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিক।
নভেম্বরের ১৯ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত নিজের দেশ স্পেনের হয়ে ডেভিস কাপে শেষবারের জন্য কোর্টে নামছেন রাফায়েল নাদাল। এরপর আর কোনও গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতাতেই তাঁকে আর খেলতে দেখা যাবে না। একসময়ের কোর্টের প্রতিদ্বন্দী কিন্তু মাঠের বাইরের বন্ধু রজার ফেডেরারই রাফার শেষ ম্যাচের আগে দিলেন আবেগঘন বার্তা
ফেডেরার লিখেছেন, ‘তুমি যখন তৈরি হচ্ছ টেনিস থেকে গ্র্যাজুয়েট হতে আমি কিছু শেয়ার করতে চাই, যেটা আবেগঘন হতেও পারে। তুমি আমাকে অনেকবার হারিয়েছ, যতবার তোমায় হারিয়েছি তার থেকেও বেশি। আমার খেলায় তুমি এত প্রভাব ফেলেছো, যে কখনও মনে হত ক্লে কোর্টে একটু তোমার পিছনে পাঠাতে পেরেছি, পরক্ষণেই আমায় খেলা বদলাতে হত। এমনকি আমার টেনিস ব্যাট হেডের সাইজ বদলাতে হয়েছে, যদি কোনও টাচ লাগে। ’।
ফেডেরার আরও বলছেন, ‘আমি খুব একটা কুসংস্কারাচ্ছন্ন মানুষ নয়, কিন্তু তুমি সেটাকে অন্য পর্যায় নিয়ে গেছ। সব ধরণের বিষয় যেগুলো তুমি মানতে যেমন জলের বোতল গুলোকে সাজিয়ে রাখা, চুল ঠিক করা। সব কিছু তুমি লুকিয়েই করতে, বিষয়টা সকলের কাছেই অবাক করার মতো। তবে আমি বিষয়টা ভালোবাসতাম। তুমি না আমায় খেলাটা আরও বেশি করে উপভোগ করিয়েছো। যখন আমি ২০০৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতলাম, আমি ১ নম্বর হলাম। এরপর সেই স্থানেই ছিলাম। কিন্তু মিয়ামি একটা লাল হাত কাটা গেঞ্জি পড়ে তুমি ঢুকলে, আর আমায় সহজেই হারিয়ে দিয়েছিলে, তখন থেকেই বুঝলাম যে মালোরকার ছেলেটা কিছু করে দেখাবে ’।
ফেডেরার শেষ করছেন, ‘১৪টা ফরাসি ওপেন জিতে তুমি তোমার দেশ স্পেনকে গর্বিত করেছো। একই সঙ্গে গোটা টেনিস বিশ্বকেও গর্বিত করেছ। আমি আমাদের স্মৃতিগুলো মনে রাখি যেখানে আমরা এই খেলাকে প্রমোট করেছি, কখনও দঃ আফ্রিকায় গেছি। আমি কৃতজ্ঞ তোমার কাছে যে ২০১৬ সালে মালোরকাতে রাফা নাদাল অ্যাকাদেমির উদ্বোধনে আমায় ডাকায়। ২০২২ সালে লেভার কাপে আমার পার্টনার হিসেবে তোমার থাকা, আর দুজনের চোখের জল সারাজীবন মনে থাকবে। তোমায় ভবিষ্যৎের জন্য অনেক শুভেচ্ছা ’।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :