AB Bank
ঢাকা বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের সর্বকনিষ্ট আন্তর্জাতিক মাস্টার নীড়


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:১৭ পিএম, ১৯ নভেম্বর, ২০২৪
দেশের সর্বকনিষ্ট আন্তর্জাতিক মাস্টার নীড়

জাতীয় দাবা চ্যাম্পিয়ন মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেয়েছেন। বাংলাদেশের ইতিহাসে তিনি সর্বকনিষ্ট আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জনকারী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন।মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দাবা ফেদারেশন। এতে বলা হয়, গত ১১ নভেম্বর বিশ্ব দাবা সংস্থার চতুর্থ ফিদে জোন কাউন্সিলের সভায় নীড়ের আন্তর্জাতিক মাস্টারের খেতাব অনুমোদন হয়।

আন্তজার্তিক মাস্টার হওয়ার পথে মনন ভেঙেছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড। নিয়াজকে ছাড়িয়ে মননই এখন সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। ১৯৬৬ সালের ১৩ মে জন্ম নিয়াজের। শারজাহতে এশিয়ান জোনাল খেলে নিয়াজ আন্তর্জাতিক মাস্টার হন ১৯৮১ সালের ১৩ অক্টোবর।

১৫ বছর ৫ মাসে তিনি আইএম হন। ফিদের সার্টিফিকেট পান ১৯৮২ সালে। মননের জন্ম ২০১০ সালের ১৮ জুন। এখন তার বয়স ১৪ বছর ৩ মাস। সে হিসেবে মননই দেশের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক মাস্টার।

হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্টে নীড় অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিতকে গত ৪ অক্টোবর পরাজিত করেন। এতে আট রাউন্ডে ছয় পয়েন্ট হওয়ায় তিনি একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পান। আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। মনন রেজা নীড়ের রেটিং ইতোমধ্যে ২৪৫০। নীড়ের দুটি নর্ম আগেই ছিল।

মূলত পান্ডা সাম্বিতকে হারানোর পরই নীড়ের আন্তর্জাতিক মাস্টার খেতাব পাওয়া নিশ্চিত হয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা।


একুশে সংবাদ/ এস কে

Link copied!