যে কোনো খেলাতেই খেলোয়াড়দের আচরণবিধি সংযত রাখতে নিদিষ্ট নীতিমালা তৈরি করে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যা ভঙ্গ করলে বিভিন্ন ধারায় শাস্তি দেওয়া হয়। ব্যতিক্রম নয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। আর তাই ম্যাচ চলাকালে অসংযত আচরণের কারণে তিনটি দেশের তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। শাস্তিপ্রাপ্ত তিন ক্রিকেটার হলেন- দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েৎজে, নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস এবং ওমানের বোলার সুফিয়ান মেহমুদ শাস্তি।
জানা যায়, দক্ষিণ আফ্রিকার পেস বোলার জেরাল্ড কোয়েৎজে ভারতের বিপক্ষে চতুর্থ টি-২০ চলাকালে আম্পায়ারের উদ্দেশ্যে ‘অযথার্থ’ মন্তব্য করেছেন। যা লেভেল-১ অপরাধ হিসেবে বিবেচিত করেছে আইসিসি। পরে অবশ্য নিজের দোষ স্বীকার করেন কোয়েৎজে। তাই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কেবল তার ম্যাচের ৫০ শতাংশ ফি জরিমানা করেছেন।
অন্যদিকে গত সপ্তাহে নেদারল্যান্ডস ও ওমান নিজেদের তৃতীয় টি-২০তে মুখোমুখি হয়েছিল। ম্যাচে আম্পায়ারের উদ্দেশ্যে এডওয়ার্ডসের ব্যাট দেখানো এবং ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে ফেলার ঘটনাকে আচরণবিধির ২.৮ এবং ২.২ অনুচ্ছেদের অপরাধ হিসেবে বিবেচিত করেছে আইসিসি। তাই ডাচ অধিনায়কের নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট এবং ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করে সংস্থাটি।
একই ম্যাচে ডাচ ব্যাটার তেজা নিদামানুরুর আউটের পর ওমানের সুফিয়ান মেহমুদের করা অতিরিক্ত উদযাপন কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেন। যে ধারায় ‘আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউটের পর তাকে রাগিয়ে তোলার জন্য ভাষা কিংবা ইঙ্গিতপূর্ণ আচরণ’কে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়। সে কারণে সুফিয়ানের ম্যাচ ফি ও ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
এডওয়ার্ডস ও সুফিয়ান ম্যাচ রেফারি নিয়ামুল রশিদ রাহুলের কাছে নিজেদের অপরাধ স্বীকার করায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে ওমানের মাটিতে টি-২০ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে সফরকারী নেদারল্যান্ডস।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :