AB Bank
ঢাকা বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘লোকে ভালো মানুষ হিসেবে মনে রাখুক, বিদায়বেলায় আবেগঘন রাফা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩৬ পিএম, ২০ নভেম্বর, ২০২৪
‘লোকে ভালো মানুষ হিসেবে মনে রাখুক, বিদায়বেলায় আবেগঘন রাফা

পেশাদারি টেনিস থেকে অবসর নিলেন রাফায়েল নাদাল। মঙ্গলবার ডেভিস কাপের মঞ্চে নিজের শেষ ম্যাচ খেললেন তিনি। তবে দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারের শেষটা ভালো হল না। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পরাজিত হন নেদারল্যান্ডের বটিক ভ্যান ডি জ্যান্ডস্কাল্পের কাছে। ২২টি গ্র্যান্ড স্লামের মালিক নাদালের শেষ ম্যাচ দেখতে উপচে পড়েছিল ভিড়। ১০ হাজার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি তাঁর ব্যক্তিগত এবং ক্রীড়াবিদ হিসেবে কী অর্জন করেছে তা তুলে ধরেন। নাদাল বলেন, ‘আমি মনের শান্তিতে টেনিসকে বিদায় জানাচ্ছি, কারণ আমি মনে করি আমি একটা লেগাসি ছেড়ে যাচ্ছি, আমার মনে হয় সেটা শুধু খেলা হিসেবে নয় বরং ব্যক্তিগত ভাবেও।’ 

নাদাল বলেন, ‘ট্রফি, পরিসংখ্যান সবই আছে কিন্তু আমি একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি পেতে পছন্দ করব। আমি ছোট বেলার থেকে যেই স্বপ্ন দেখে এসেছি তার থেকে অনেক বেশি কিছু অর্জন করেছি।’

কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর নাদালকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেখানে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে তাঁকে উদ্দেশ্যে করে বার্তা দিতে দেখা যায় টেনিস লেজেন্ড রজার ফেডেরার, অ্যান্ডি মারে, নোভাক জকোভিচ, সেরেনা উইলিয়ামস সহ স্প্যানিশ ফুটবল তারকা রাউল এবং আন্দ্রে ইনিয়েস্তাকে। বিদায় বেলায় নাদাল তাঁর কাকা টনি নাদালের কথা স্মরণ করেন, যিনি তাঁকে ছোটবেলায় কোচিং করিয়েছেন। শুধু তাই নয়, তিনি নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন সবসময় পাশে থাকার জন্য।

নাদাল বলেন, ‘আমার ভাগ্য খুবই ভালো যে আমি ছোটবেলায় আমার কাকাকে কোচ হিসেবে পেয়েছি একই সঙ্গে কৃতজ্ঞ আমার পরিবারের কাছে যারা সবসসময় আমার পাশে ছিল।’

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!