AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে খেলতে আসবে আর্জেন্টিনা ফুটবল দল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩১ এএম, ২১ নভেম্বর, ২০২৪
ভারতে খেলতে আসবে আর্জেন্টিনা ফুটবল দল

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই গুঞ্জন ছিল, বাংলাদেশে আসবে আর্জেন্টিনা ফুটবল দল। যা বাস্তবায়নে উঠেপড়ে লেগেছিল বাফুফে। সেটা না হলেও পাশের দেশ ভারতে আসতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা। দেশটির গণমাধ্যমের বরাতে এমনটাই জানা গেছে।

গেল বছরের জুনে মেসিদের বাংলাদেশ সফরের সূচি প্রায় চূড়ান্ত হয়ে গেছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ভেস্তে যায়। এদিকে সব ঠিক থাকলে ১৪ বছর পর ভারতে আসতে যাচ্ছে আলবিসেলেস্তারা। তেমনটাই দাবি করছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান।

তার দাবি, ২০২৫ সালে কেরালায় ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা। সেই দলে থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং সে দেশটির ফুটবল সংস্থার (এএফএ) সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। সব খরচ বহন করবে কেরালার রাজ্য সরকার।

কেরালার ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের। পরের বছর সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হতে পারে। আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানা গেছে। এই ম্যাচ উপলক্ষে ফিফা কর্মকর্তারাও কেরালায় আসবেন বলে জানা গেছে।

আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের সঙ্গে কেরালার একটি চুক্তি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই চুক্তিতে ভারতের রাজ্যটিতে ম্যাচ আয়োজনের কথা রয়েছে। আবদুরাহিমান বলেন, ‘আর্জেন্টিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছুদিন পরেই কেরালায় আসবে এএফএর প্রতিনিধি দল। সব খতিয়ে দেখবেন তারা।’

এর পাশাপাশি কেরালা সরকারের সঙ্গে সহযোগিতায় রাজ্যটিতে ফুটবল একাডেমি গড়তে পারে এএফএ। ক্রীড়ামন্ত্রীর বিশ্বাস, এতে গোটা রাজ্যের ফুটবল মানচিত্র বদলে যেতে পারে।

২০১১ সালে প্রথম এবং এখন পর্যন্ত শেষবার ভারতে এসেছিলেন মেসিরা। সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২ সেপ্টেম্বর যুবভারতীতে সেই ম্যাচে এক লাখের কাছাকাছি দর্শক হয়েছিল। খোদ মেসি সেই ম্যাচ খেলে অভিভূত হয়েছিলেন।

ভারতের কেরালায় আর্জেন্টিনার প্রচুর সমর্থক রয়েছেন। কাতার বিশ্বকাপের সময় যেভাবে রাজ্যটির সমর্থকরা মাতামাতি করেছিলেন তা নজর এড়ায়নি আর্জেন্টিনারও। দেশটির ফুটবল সংস্থা কেরালার সমর্থকদের ধন্যবাদও জানিয়েছিল।

এবার খোদ মেসিকে চোখের সামনে দেখার সুযোগ পেতে যাচ্ছেন সমর্থকরা। ভারতের বিভিন্ন শহর তো বটেই, আশেপাশের দেশ থেকেও অনেকে খেলা দেখতে আসবেন বলে মনে করা হচ্ছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!