AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম বাংলাদেশি হিসেবে তাম্মাতের ইতিহাস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১৪ পিএম, ২১ নভেম্বর, ২০২৪
প্রথম বাংলাদেশি হিসেবে তাম্মাতের ইতিহাস

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে ইতিহাস গড়েছেন চট্টগ্রামের তাম্মাত বিল খোয়ার। দেশের একমাত্র সাইক্লিস্ট হিসেবে বুধবার (২০ নভেম্বর) এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন তিনি। এর আগে বাংলাদেশের অনেকেই এভারেস্ট বেস ক্যাম্প জয় করেছেন ঠিকই। তবে সাইকেল নিয়ে এই প্রথম কেউ বেস ক্যাম্প জয় করল। 

বুধবার স্থানীয় সময় দুপুরে এই মাইলফলক স্পর্শ করেন তাম্মাত। ২৩ দিনে দীর্ঘ ৫৩০০ মিটার পথ পাড়ি দিয়ে এই অর্জন করেছেন তিনি। লম্বা সময় ধরে সাইক্লিং করে তাম্মাত শারীরিকভাবে কিছুটা দূর্বল হয়ে পড়েন।তাম্মাত বাংলাদেশের চট্টগ্রামের একজন জনপ্রিয় সাইক্লিস্ট। বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। গত সাত বছরে তিনি নিজেকে একজন প্রভাবশালী সাইক্লিস্ট হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।

দেশের ৬৪টি জেলায় সাইকেলে ভ্রমণ করে এরই মধ্যে রেকর্ড করেছেন এই তরুণ। প্রথম বাংলাদেশি হিসাবে নেপালের ইস্ট ওয়েস্ট হাইওয়ে সাইক্লিং অভিযান সম্পূর্ণ করেছেন তিনি। ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক কভার করে কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইক্লিং অভিযানেও অংশ নেন চট্টগ্রামের এই তরুণ।

এছাড়া টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সড়ক হেঁটেছেন তাম্মাত। প্রতিযোগিতামূলক খেলায় তিনি বাংলাদেশ তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, বাংলাদেশ গেমস ২০২০ এ রৌপ্য এবং ২০২২ সালে ৪১তম জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপে আরেকটি ব্রোঞ্জ জিতেছিলেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!