AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসিকে আঙুল দিয়ে স্পর্শ করলেই রেফারি ফাউল দেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২৮ পিএম, ২১ নভেম্বর, ২০২৪
মেসিকে আঙুল দিয়ে স্পর্শ করলেই রেফারি ফাউল দেন

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পেরুর অধিনায়ক পাওলো গুয়েরেরো। তার দাবি মেসিকে আঙুল দিয়ে স্পর্শ করলেই ফাউল দেন রেফারি। তবে তাদের বেলায় উল্টো ছবি। খবর গোলডটকম

বুধবার (২০ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন মার্টিনেজ। সেই গোলেই পেরুর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। প্রথমার্ধে ঘরের মাঠে গোলে শূণ্য থাকলেও দ্বিতীয়ার্ধে পাওয়া গোলে জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে স্পষ্টভাবে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। ফেয়ার প্লের দিক থেকেও এগিয়ে ছিল তারা। পুরো ম্যাচে আর্জেন্টাইনরা কোনো কার্ড দেখেনি। অন্যদিকে, পুরো ম্যাচে ১৮টি ফাউল করে ৩টি হলুদ কার্ড দেখে সফরকারি পেরু।

ম্যাচ শেষে এই পরিসংখ্যানকে প্রশ্নবিদ্ধ করেছেন পেরুর স্ট্রাইকার পাওলো গুয়েরেরো। ম্যাচের পর দেয়া এক সাক্ষাৎকারে পেরুর অধিনায়ক রেফারির পক্ষপাতের ইঙ্গিত করে বলেন, আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়েছেন কর্তব্যরত রেফারি।
তিনি বলেন, আমাদেরকে ছোঁয়া হলেও কোনো ফাউল দেয়া হয়নি। কিন্তু মেসিকে আঙুল দিয়ে ছোঁয়া হলেই আমাদের ফাউল দেয়া হয়েছে। এটা আমাদের জন্য খেলা অনেক কঠিন বানিয়ে দিয়েছে।

তবে ম্যাচে নিজের দলের ভুলের কথা স্বীকার করে পেরুর আরও আক্রমণাত্মক ফুটবল খেলা উচিত বলে মনে করেন এই স্ট্রাইকার।

তিনি বলেন, আমার মনে হয়, আমরা তেমন সাহস দেখাইনি। আমরা আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে পারতাম। এই ম্যাচে আমরা তেমন ভালো কিছু করতে পারিনি। খালি হাতে চলে যাওয়াটা কষ্টের।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!