বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২৪-২৫ মৌসুমে হতে যাওয়া ফেডারেশন কাপের সূচি প্রকাশ করেছে। আগামী ৩ ডিসেম্বর আসরের পর্দা উঠবে। ফাইনাল মাঠে গড়াবে ২০২৫ সালের ২ মে।
মোট ১০টি দল এবারের ফেডারেশন কাপে অংশ নেবে। দুই গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। প্রতি দল চারটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ পরবর্তী রাউন্ডে খেলবে। এবার গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার ও এলিমেনেটর করা হয়েছে।
সেখানে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। ঐ ম্যাচের পরাজিত দল দুই রানার্সআপের মধ্যকার জয়ী দলের সঙ্গে খেলবে। বসুন্ধরার কিংস অ্যারেনা, ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচগুলো।
লিগের মাঝে মাঝে প্রতি সপ্তাহে মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার, এলিমেনেটর ও ফাইনাল ম্যাচ শুরুর সময় এখনো প্রকাশিত হয়নি। শিরোপা নির্ধারণী খেলার ভেন্যুও হয়নি চূড়ান্ত।
গ্রুপ এ - বসুন্ধরা কিংস, পুলিশ, ফর্টিজ, ব্রাদার্স, ওয়ান্ডারার্স।
গ্রুপ বি - মোহামেডান, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ, ফকিরেরপুল ইয়ংমেন্স।
ফেডারেশন কাপের পূর্ণাঙ্গ সূচি-
৩ ডিসেম্বর, ২০২৪
বসুন্ধরা কিংস-ব্রাদার্স (দুপুর ২টা ৩০ মিনিট,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম )
পুলিশ-ফর্টিজ (দুপুর ২টা ৩০ মিনিট, রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম)
১০ ডিসেম্বর, ২০২৪
মোহামেডান-রহমতগঞ্জ (দুপুর ২টা ৩০ মিনিট, বসুন্ধরা কিংস অ্যারেনা)
ঢাকা আবাহনী-চট্টগ্রাম আবাহনী (দুপুর ২টা ৩০ মিনিট,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম )
১৭ ডিসেম্বর, ২০২৪
ফর্টিজ- বসুন্ধরা কিংস (দুপুর ২টা ৩০ মিনিট, বসুন্ধরা কিংস অ্যারেনা)
ব্রাদার্স-ওয়ান্ডারার্স (দুপুর ২টা ৩০ মিনিট, রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম)
২৪ ডিসেম্বর, ২০২৪
চট্টগ্রাম আবাহনী-মোহামেডান (দুপুর ২টা ৩০ মিনিট, বসুন্ধরা কিংস অ্যারেনা)
রহমতগঞ্জ-ফকিরেরপুল ইয়ংমেন্স (দুপুর ২টা ৩০ মিনিট, রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম)
৩১ ডিসেম্বর, ২০২৪
ফর্টিজ-ওয়ান্ডারার্স (দুপুর ২টা ৩০ মিনিট,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম )
পুলিশ-বসুন্ধরা কিংস (দুপুর ২টা ৩০ মিনিট, বসুন্ধরা কিংস অ্যারেনা)
৭ জানুয়ারি, ২০২৫
চট্টগ্রাম আবাহনী-ফকিরেরপুল ইয়ংমেন্স (দুপুর ২টা ৩০ মিনিট, রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম)
মোহামেডান-ঢাকা আবাহনী (দুপুর ২টা ৩০ মিনিট,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম )
১৪ জানুয়ারি, ২০২৫
পুলিশ-ওয়ান্ডারার্স (দুপুর ২টা ৩০ মিনিট, বসুন্ধরা কিংস অ্যারেনা)
ফর্টিজ-ব্রাদার্স (দুপুর ২টা ৩০ মিনিট, রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম)
২১ জানুয়ারি, ২০২৫
ঢাকা আবাহনী-ফকিরেরপুল ইয়ংমেন্স (দুপুর ২টা ৩০ মিনিট,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম )
চট্টগ্রাম আবাহনী-রহমতগঞ্জ (দুপুর ২টা ৩০ মিনিট, রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম)
২৮ জানুয়ারি, ২০২৫
ব্রাদার্স-পুলিশ (দুপুর ২টা ৩০ মিনিট,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম )
বসুন্ধরা কিংস-ওয়ান্ডারার্স (দুপুর ২টা ৩০ মিনিট, রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম)
৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা আবাহনী-রহমতগঞ্জ (দুপুর ২টা ৩০ মিনিট, বসুন্ধরা কিংস অ্যারেনা)
মোহামেডান-ফকিরেরপুল ইয়ংমেন্স (দুপুর ২টা ৩০ মিনিট, রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম)
৮ এপ্রিল, ২০২৫ (প্রথম কোয়ালিফায়ার)
গ্রুপ এ চ্যাম্পিয়ন-গ্রুপ বি চ্যাম্পিয়ন (শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম )
১৫ এপ্রিল, ২০২৫ (এলিমিনেটর)
গ্রুপ এ রানার্সআপ-গ্রুপ বি রানার্সআপ (রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম)
২২ এপ্রিল, ২০২৫ (দ্বিতীয় কোয়ালিফায়ার)
প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল-এলিমিনেটর জয়ী দল (বসুন্ধরা কিংস অ্যারেনা)
২ মে, ২০২৫: ফাইনাল
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :