সম্প্রতি ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে বিরল এক কীর্তি গড়েছেন আনশুল কাম্বোজ। টুর্নামেন্টেরে ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেন এই পেসার। মাত্র ১০ দিন পর আবারো তিনি আলোচনায়। আইপিএলের নিলামে তাকে কিনেছে চেন্নাই সুপার কিংস।
কাম্বোজের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তাকে নিয়ে চলে কাড়াকাড়ি, বাড়তে থাকে তার দাম। শেষ পর্যন্ত তাকে চেন্নাই ৩ কোটি ৪০ লাখ রুপিতে কিনতে সক্ষম হয়েছে।
গত ১৫ নভেম্বর কাম্বোজকে ১০ উইকেট শিকারের ইতিহাস হাতছানি দিচ্ছিল। আগের দুই দিনে কেরালার ৮ ব্যাটারকে তিনি একাই আউট করেন। আজ বাকি দুই উইকেট তুলে নিয়ে বিরল কীর্তি স্পর্শ করেন। ইনিংস শেষে তার বোলিং ফিগার ছিল ৩০.১-৯-৪৯-১০। হরিয়ানার জার্সিতে এটিই সেরা বোলিং ফিগার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :