AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাটিং ব্যর্থতায় হারের সামনে বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:২৫ পিএম, ২৬ নভেম্বর, ২০২৪
ব্যাটিং ব্যর্থতায় হারের সামনে বাংলাদেশ

তাসকিন আহমেদের ক্যারিয়ারসেরা বোলিংয়ের কল্যাণে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে চরম ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগা টেস্টে নিশ্চিত বড় হারের মুখে বাংলাদেশ। ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ৪৫০ রানের জবাবে ৯ উইকেটে ২৬৯ রান তোলে সফরকারীরা। সোমবার আর ব্যাটিংয়ে না নেমে  ১৮১ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে।  দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫২ রানেই অলআউট হয় স্বাগতিকরা। 

৩৩৪ রানের জয়ের লক্ষ্যে বাংলাদেশ ৩১ ওভারে ৭ উইকেটে ১০৯ রান তুলেছে। জয়ের জন‍্য শেষ দিনে অতিথি দলের প্রয়োজন ২২৫ রান, ওয়েস্ট ইন্ডিজের দরকার মাত্র ৩ উইকেট।চতুর্থ দিনে নতুন বলের সুবিধা নিয়ে স্বাগতিকদের দ্রুত আটকে দেয়ায় সফল ছিল বাংলাদেশ। তাসকিন আইপিএলে ডাক না পাওয়ার দিনেই শিকার করলেন ৬ উইকেট।

উইন্ডিজ ব্যাটারদের কেউই থিতু হতে পারেননি ক্রিজে। ১৮১ রানে এগিয়ে থাকার পরেও বাংলাদেশের সামনে টার্গেট দিয়েছিল ৩৩৪ রানের। হাতে দেড়দিন সময় থাকলেও বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইনআপের কেউই পারেননি ধৈর্য্যের পরীক্ষায় টিকে থাকতে। একের পর এক অসহায় আত্মসমর্পণ যোগ করেছে আরেকটি হতাশার দিন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!