AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বায়ার্নের কাছে পিএসজি‍‍`র হার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৭ এএম, ২৭ নভেম্বর, ২০২৪
বায়ার্নের কাছে পিএসজি‍‍`র হার

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল পিএসজি। গুরুত্বপূর্ণ ম্যাচে ফরাসি জায়ান্টদের ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। হাইভোল্টেজ এই ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের উপরের দিকে অবস্থান কিছুটা মজবুত করল জার্মান জায়ান্টরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় সপ্তম মিনিটে গোলের সুযোগ তৈরি করে বায়ার্ন। বক্সের কাছ থেকে জামাল মুসিয়ালার শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক। ২৮তম মিনিটে ফের প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় বায়ার্ন। দারুণ ড্রিবলিংয়ে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন কিংসলে কোমান।

পরের মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যেতে পারত পিএসজি। কিন্তু বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন ওয়ারেন জাইরে-এমেরি। খানিক বাদে দেম্বেলের কোনাকুনি শট ঝাঁপিয়ে আটকে জাল অক্ষত রাখেন মানুয়েল নয়ার।

৩৮তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। কর্নার থেকে গোলমুখে উড়ে আসা বলের উচ্চতায় লাফিয়ে ক্লিযার করতে পারেননি পিএসজি গোলরক্ষক, ফাঁকায় বল পেয়ে হেডে জালে পাঠান দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার মিন-জে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মান জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বড় ধাক্কাটা খায় পিএসজি। ৫৬তম মিনিটে আলফুঁস ডেভিসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন দেম্বেলে। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন আশরাফ হাকিমিও।

১০ জনের দল নিয়ে আর সেভাবে লড়াই করতে পারেনি পিএসজি। প্রবল চাপ তৈরি করে বায়ার্ন। ৭৪তম মিনিটে মুসিয়ালার একটি শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।

শেষ দিকে কিছুটা মরিয়া হয়ে উঠতে দেখা যায় পিএসজিকে। বায়ার্নও রক্ষণে মনোযোগ দেয়। তাই কয়েক মিনিট স্বাগতিকদের বক্সের আশেপাশে বল থাকলেও স্কোরলাইনে পরিবর্তন আসার মতো তেমন কিছুই হয়নি। তাই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

এই জয়ে পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠেছে বায়ার্ন। তৃতীয় হারের স্বাদ পাওয়া পিএসজি একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে ২৬ নম্বরে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!