AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৮ বলে সেঞ্চুরি করে ঋষভ পন্তের রেকর্ড ভাঙলেন উর্ভিল প্যাটেল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৭ পিএম, ২৭ নভেম্বর, ২০২৪
২৮ বলে সেঞ্চুরি করে ঋষভ পন্তের রেকর্ড ভাঙলেন উর্ভিল প্যাটেল

সৈয়দ মুস্তাক আলির মঞ্চে বিধ্বংসী শতরান করে ক্রিস গেইলকে পিছনে ফেলে দেন উর্ভিল প্যাটেল। যদিও মাত্র ১ বলের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হয় গুজরাটের তরুণ উইকেটকিপার-ব্যাটারের। 

আইপিএল নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নিতে আগ্রহ দেখায়নি উর্ভিল প্যাটেলকে। জেড্ডায় আইপিএল ২০২৫-এর মেগা নিলাম শেষ হওয়ার একদিন পরেই ব্যাট হাতে উপেক্ষার জবাব দিলেন গুজরাটের ২৬ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার। বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে দুর্দান্ত রেকর্ড গড়েন উর্ভিল। শুধু আক্ষেপ এই যে, মাত্র ১ বলের জন্য টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড হাতছাড়া হল উর্ভিলের।

বুধবার ইন্দোরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির বি-গ্রুপের ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে মাঠে নামে গুজরাট। এই ম্যাচেই গুজরাটের ঝুলিয়ে দেওয়া চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে বিধ্বংসী শতরান করেন উর্ভিল প্যাটেল। গুজরাটের হয়ে ওপেন করতে নেমে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ১৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উর্ভিল।

তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান মাত্র ২৮ বলে। অর্থাৎ, হাফ-সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে উর্ভিল খরচ করেন মোটে ১৩টি বল। তিনি শতরানে পৈঁছতে সাহায্য নেন ৭টি চার ও ১১টি ছক্কার। শেষ পর্যন্ত ৭টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ১১৩ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে অপরাজিত থাকেন উর্ভিল।

উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের নামে। তিনি ২০২৪ সালেই সাইপ্রাসের বিরুদ্ধে মাত্র ২৭ বলে শতরান করেন। অর্থাৎ, মাত্র ১ বলের জন্য সাহিলের বিশ্বরেকর্ড ছোঁয়া হয়নি উর্ভিলের। টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরানকারীদের তালিকায় উর্ভিল দ্বিতীয় স্থানে জায়গা করে নেন।

এতদিন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে কম বলে সেঞ্চুরির রেকর্ড ছিল ঋষভ পন্তের নামে, যিনি এবার আইপিএল নিলামে ২৭ কোটি টাকার রেকর্ড অঙ্কের চুক্তি হাতে পেয়েছেন। আইপিএলের ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটারে পরিণত হওয়া পন্ত ২০১৮ সালে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৩২ বলে শতরান করেন। বুধবার পন্তের সেই রেকর্ড ভেঙে দেন উর্ভিল। অর্থাৎ, উর্ভিল সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসেও দ্রুততম শতরানকারীতে পরিণত হন।

উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকার ক্রিস গেইলকে টপকে যান উর্ভিল। গেইল ২০১৩ সালের আইপিএল আরসিবির হয়ে ব্যাট করতে নেমে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে মাত্র ৩০ বলে শতরান করেন। এতদিন গেইল ছিলেন তালিকার দ্বিতীয় স্থানে। এবার গেইলতি তিন নম্বরে ঠেলে দিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসেন উর্ভিল।

শুরুতে ব্যাট করে ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেচের বিনিময়ে ১৫৫ রান তোলে। শ্রীদাম পাল ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৫৭ রান করেন। ৩৫ রানে ৩টি উইকেট নেন আর্জান নাগওয়াসওয়ালা। পালটা ব্যাট করতে নেমে গুজরাট ১০.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!