AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিসি থেকে সুখবর পেলেন তাসকিন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪১ পিএম, ২৭ নভেম্বর, ২০২৪
আইসিসি থেকে সুখবর পেলেন তাসকিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে হেরেছে বাংলাদেশ। দল হারলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট শিকার করেছেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা বোলিং।এমন পারফরম্যান্সের পর আইসিসি টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন তাসকিন আহমেদ। ১৬ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট এখন ৩৮৩। যা তার ক্যারিয়ার সেরা।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটাররা সুবিধা করতে না পারলেও লিড পেয়েছিল ভারত। যেখানে বড় অবদান ছিল জাসপ্রিত বুমরাহর। দুই ইনিংস মিলিয়ে পার্থ টেস্টে ৮ উইকেট শিকার করেছিলেন ভারত অধিনায়ক। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও।

আবারও আইসিসি টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন বুমরাহ। তার রেটিং পয়েন্ট এখন ৮৮৩। যা তার ক্যারিয়ার সেরা এবং একই সঙ্গে কোনো ভারতীয় পেসারেরও সেরা রেটিং এটি।

দুই ধাপ এগিয়ে যাওয়া বুমরাহ পেছনে ফেলেছেন জশ হ্যাজলউড ও কাগিসো রাবাদাকে। চলতি বছরে তৃতীয়বারের মতো শীর্ষে উঠেছেন বুমরাহ। এর আগে ফেব্রুয়ারিতে এবং অক্টোবরে সবার উপরে ছিলেন ভারতের এই ডানহাতি পেসার।

পার্থ টেস্টে সেঞ্চুরি করা যশস্বী জয়সাওয়ালেরও উন্নতি হয়েছে। ব্যাটারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২ নম্বরে। এটা তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। বাঁহাতি এই ওপেনারের রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার সর্বোচ্চ ৮২৫।

 

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!