চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রবার্ট লেভানদোভস্কি। পোল্যান্ড স্ট্রাইকারের এই রেকর্ড গড়ার রাতে ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় লেভানদোভস্কির আগে ১০০ গোলের ক্লাবে ঢুকেছেন কেবল রোনালদো আর মেসি। রোনালদোর গোল ১৪১টি, মেসির ১২৯।
লেভানদোভস্কির ১০০তম গোলটি এসেছে ম্যাচের দশম মিনিটে পেনাল্টি থেকে। ৬৬ মিনিটে দানি ওলমো ব্যবধান দ্বিগুণ করেন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে এটিই তার প্রথম গোল।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিট) আরো এক গোল করেন লেভানদোভস্কি। যা এই প্রতিযোগিতায় তার ১০১তম গোল।
এই জয় পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া বার্সাকে ৩৬ দলের টেবিলে দ্বিতীয় স্থানে তুললো। ইন্টার মিলানের চেয়ে এক পয়েন্ট পেছনে এবং তিনে থাকা লিভারপুলের সঙ্গে সমতায় তারা। ব্রেস্ট ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :