ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়লেন শন উইলিয়ামস। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ের এ অলরাউন্ডার। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে তিরস্কার করেছে সংস্থাটি।
একই সঙ্গে এই জিম্বাবুীয়ান ক্রিকেটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। উইলিয়ামসের এই শাস্তির খবর বুধবার (২৭ নভেম্বর) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিসি।
চলমান জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজে ঘটেছে মূল ঘটনা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে লেগ বিফোর দেন আম্পায়ার। কিন্তু এই ব্যাটার দাবি করেন, বল ব্যাটে লেগেছে। মাঠেই অসন্তোষ প্রকাশ করেন তিনি।
আম্পায়ারের সিদ্ধান্তের এমন সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :