AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেকর্ড বুকে মেসির পাশে ডি মারিয়া, সামনে শুধু রোনালদো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২৪
রেকর্ড বুকে মেসির পাশে ডি মারিয়া, সামনে শুধু রোনালদো

মাঠে অ্যাঞ্জেল ডি মারিয়ার খেলায় বয়সের ছাপ খুঁজে পাওয়া কঠিন। দারুণ ফর্মে আছেন আর্জেন্টিনার সাবেক এই উইঙ্গার। চ্যাম্পিয়ন্স লিগেও দেখা গেল ডি মারিয়া জাদু। বেনফিকার জয়ের দিনে রেকর্ড বুকে মেসির পাশে বসেছেন ডি মারিয়া। তার সামনে এখন শুধুই ক্রিস্টিয়ানো রোনালদো।চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের খেলায় গতকাল বুধবার (২৭ নভেম্বর) মোনাকোর বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয় পেয়েছে বেনফিকা। যে জয়ে ঈগলরা ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠে এসেছে।

এলিয়েসে বেন সেগিরের গোলে মোনাকো এগিয়ে যাওয়ার পর ভ্যাঞ্জেলিস পাভিদিসের গোলে সমতায় ফেরে বেনফিকা। ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোনাকোর উইলফ্রেড সিনগো। তবে ১০জনের দল নিয়েই ফরাসি লিগের দলটি ৬৭ মিনিটে মাগাসার গোলে ফের এগিয়ে যায়। কিন্তু ৮৪ মিনিটে আর্থার ক্যাব্রাল ও চার মিনিট পর জেকি আমদৌনি গোল করে জয় এনে দেন  বেনফিকাকে। 

এদিন গোল না পেলেও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচে জোড়া অ্যাসিস্ট করেছেন এই  কিংবদন্তি। আর তাতেই ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসিকে। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাসিস্ট সংখ্যায় লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন সতীর্থ ডি মারিয়া। দুজনই প্রতিযোগিতাটিতে ৪১টি করে অ্যাসিস্ট করেছেন।

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হতে আর মাত্র দুটি অ্যাসিস্ট দরকার ডি মারিয়ার। তাহলেই ছাড়িয়ে যেতে পারবেন চ্যাম্পিয়ন্স লিগের রাজা খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রতিযোগিতাটিতে পর্তুগিজ কিংবদন্তির নামের পাশে আছে ৪২টি অ্যাসিস্ট।

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাসিস্ট সংখ্যায় রোনালদো, ডি মারিয়া এবং মেসির পরেই আছেন নেইমার। ৩৩টি অ্যাসিস্ট আছে ব্রাজিলিয়ান তারকার নামের পাশে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!