২০২৪ সালের সেরা ফুটবলার কে? প্রশ্নটির উত্তর খুঁজতেই আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) একটি তালিকা তৈরি করেছে। যে তালিকায় উঠে এসেছে বিশ্বসেরা ১১ ফুটবলারের নাম। তবে তালিকাটিতে জায়গা হয়নি সৌদি ক্লাব আল নাসরে খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিদায়ী বছরের ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ১১ ফুটবলারের মধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। তার সঙ্গে রয়েছেন জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডদের নাম উঠে এসেছে।
মেসি এর আগে ২০১৯, ২০২২ এবং ২০২৩ সালে ফিফা দ্য বেস্ট শিরোপা জিতেছেন। এবার চতুর্থবারের মতো এই পুরস্কার জয়ের লক্ষ্যে রয়েছেন তিনি। মজার ব্যাপার হলো, তিনি এই তালিকার একমাত্র প্রার্থী যিনি ইউরোপের বাইরে খেলছেন।
এদিকে সেরা গোলরক্ষকের জন্য মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর সেরা কোচের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। শুক্রবার (২৯ নভেম্বর) এ তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি ভক্ত-সমর্থকদের জন্য ভোটিং অপশন চালু করেছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত তারা তাদের পছন্দের খেলোয়াড়দের ভোট দিতে পারবেন। ভোট দিতে এখানে ক্লিক করুন।
ফিফা দ্য বেস্ট (সেরা খেলোয়াড়)
লিওনেল মেসি (ইন্টার মায়ামি), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), রদ্রি (ম্যানচেস্টার সিটি), দানি কার্ভাহাল (রিয়াল মাদ্রিদ), টনি ক্রুস (অবসরপ্রাপ্ত), ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), লামিন ইয়ামাল (বার্সেলোনা) ও ফ্লোরিয়ান ভার্তজ (বায়ার লেভারকুসেন)।
ফিফা দ্য বেস্ট (সেরা গোলরক্ষক)
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ডেভিড রায়া (আর্সেনাল), এডারসন (ম্যানচেস্টার সিটি), জিয়ানলুইজি ডোন্নারুমা (পিএসজি), মাইক মাইগান (এসি মিলান) ও উনাই সিমন (অ্যাথলেটিক ক্লাব)।
মার্টিনেজ এর আগে দুইবার লেভ ইয়াসিন পুরস্কার জিতেন। কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালেরে দ্য বেস্ট জিতেছেন।
ফিফা দ্য বেস্ট (সেরা কোচ)
লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), কার্লো আনচেলোত্তি (রিয়াল মাদ্রিদ), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন জাতীয় দল), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি) ও জাবি আলোনসো (বায়ার লেভারকুসেন)।
স্কালোনি এর আগে কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে সেরা কোচের পুরস্কার দ্য বেস্ট জিতেছিলেন, এবারও মনোনীত হলেন।
ফিফা দ্য বেস্ট পুরস্কারের ভোটিংয়ে মনোনীতদের ভোট দিতে পারবেন জাতীয় দলের কোচরা, জাতীয় দলের অধিনায়করা, ফিফার ওয়েবসাইটে নিবন্ধিত ভক্তরা এবং প্রতিটি দেশের একজন বিশেষজ্ঞ সাংবাদিক। ভোটের ক্ষেত্রে সবাইকে পাঁচজন প্রার্থী বেছে নিতে হয়। প্রথমজন পান ৫ পয়েন্ট, দ্বিতীয়জন ৪ পয়েন্ট, এবং এভাবে ধারাবাহিকভাবে পয়েন্ট দেওয়া হয়।
ফিফা জানিয়েছে, এই বছর ভক্তদের ভোট জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং মিডিয়ার প্রতিনিধিদের মতোই সমান গুরুত্ব বহন করবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :