ম্যানচেষ্টার ইউনাইটেডের কোচ হিসেবে দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেলেন পর্তুগালের রুবেন আমোরিম। গতরাতে ইউরোপা ফুটবল লিগে ম্যানচেষ্টার ইউনাইটেড ৩-২ গোলে হারিয়েছে বোডো/গ্লিমটকে।এই জয়ে ইউরোপা লিগে ৫ ম্যাচে ৯ পয়েন্ট দাঁড়ালো ম্যান ইউর। প্রথম ৩ ম্যাচ ড্র’র পর টানা দ্বিতীয় জয় তুলে নিলো ম্যান ইউ।
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যাচে ম্যানচেষ্টার ইউনাইটেডের কোচ হিসেবে অভিষেক হয়েছিলো আমোরিমের। ঐ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো। তবে ম্যান ইউর হয়ে নিজের দ্বিতীয় ম্যাচের জয়ের দেখা পেলেন আমোরিম।
ম্যাচের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় ম্যানচেষ্টার ইউনাইটেড। রাসমাস হোলান্ডের পাস থেকে গোল করেন আলেহান্দ্রো গারনাচোক।ম্যাচের ১৯ মিনিটে সমতা ফেরায় বোদো/গ্লিমট। ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে গোল করেন হাকোন এভজেন।
সমতা পেয়ে উজ্জীবিত হয়ে উঠে নরওয়ের ক্লাব বোদো/গ্লিমট। তাই দ্বিতীয় গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ফিলিপ জিঙ্কারনাগেলের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় নরওয়ের ক্লাবটি।
বিরতির ঠিক আগে ম্যাচে সমতা ফেরায় ম্যান ইউ। নাসোইর মাজরাওয়ি পাস থেকে রাসমাস হোলান্ড গোল করেন।বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হোলান্ড। তার গোলেই শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ম্যান ইউ।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আমোরিম বলেন, ‘আমরা রোমাঞ্চ নিয়েই ম্যাচ খেলতে নেমেছিলাম। কিন্তু একইভাবে স্নায়ু চাপও ছিলো। তবে খেলোয়াড়েরা যেভাবে খেলেছে, সেটা আমার ভালো লেগেছে। তারা চেষ্টা করেছে এবং আমার মনে হয় এই জয়টা তাদের প্রাপ্য ছিল।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :