AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৮ উইকেট হারিয়ে পাকিস্তানের কাছে ধরাশায়ী জিম্বাবুয়ে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৬ পিএম, ২ ডিসেম্বর, ২০২৪
৮ উইকেট হারিয়ে পাকিস্তানের কাছে ধরাশায়ী জিম্বাবুয়ে

৩১ রানে শেষ ৮ উইকেট পতনে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক জিম্বাবুয়ে।গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে জিম্বাবুয়ে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ওমাইর ইউসুফ ১৬ রানে আউট হন।এরপর আরেক ওপেনার সাইম আইয়ুবকে নিয়ে ৩১ বলে ৩৯ এবং অধিনায়ক সালমান আঘার সাথে ২৮ বলে ৩৪ রানের জুটি গড়েন উসমান খান।

সাইম ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ২৪ এবং ২টি করে চার-ছক্কায় ৩০ বলে ৩৯ রান করে আউট হন উসমান। ১৯ বলে ১৩ রানে থামেন সালমান। এতে ১৫তম ওভারে ১শ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।

পঞ্চম উইকেটে জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হয়ে ৩৪ বলে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তায়েব তাহির ও ইরফান খান। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ৪টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে অপরাজিত ৩৯ রান করেন তাহির। ৩টি বাউন্ডারিতে ১৫ বলে ২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ইরফান। জিম্বাবুয়ের চার বোলার ১টি করে উইকেট নেন।

১৬৬ রানের জবাবে ১৮ রানে ২ উইকেট পতনের পর জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান ওপেনার তাদিওয়ানশে মারুমানি ও অধিনায়ক সিকান্দার রাজা। ৩৩ বলে ৫৯ রানের জুটিতে জিম্বাবুয়ের স্কোর ৮.১ ওভারে ২ উইকেটে ৭৭ রানে নিয়ে যান মারুমানি ও রাজা।

কিন্তু নবম ওভারের দ্বিতীয় বলে মারুমানি রান আউট হবার পর ব্যাটিং ধসে তাসের ঘরের মত ভেঙে পড়ে জিম্বাবুয়ে। ৩১ রানে শেষ ৮ উইকেট পতনে ১৫.৩ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় তারা। শেষ ৭ ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেনি।

দলের পক্ষে ২৮ বলে ৪টি চারে সর্বোচ্চ ৩৯ রান করেন রাজা। মারুমানির ব্যাট থেকে ৪টি চার ও ১টি ছক্কায় আসে ২০ বলে ৩৩ রান।

বল হাতে পাকিস্তানের আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন তাহির।আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!