AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুটবলারদের নিয়ে জরুরি সভা ডেকেছেন বার্সা কোচ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৯ পিএম, ৩ ডিসেম্বর, ২০২৪
ফুটবলারদের নিয়ে জরুরি সভা ডেকেছেন বার্সা কোচ

লা লিগার চলতি মৌসুমে দুর্দান্ত শুরু করেছিল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে টেবিলের শীর্ষস্থান দখল করে রীতিমতো উড়ছিল কাতালানরা। কিন্তু সবশেষ ৪ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের মাত্র ১ পয়েন্ট ব্যবধান। এমন অবস্থায় খেলোয়াড়দের নিয়ে জরুরি সভা ডেকেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, স্কোয়াডের ফুটবলারদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন কোচ ফ্লিক। সভায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচে ফুটবলার পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছেন তিনি। অনুশীলনের সময় থেকে এক ঘণ্টা নিয়ে এ সভা ডাকেন জার্মান মাস্টারমাইন্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট লেভানডস্কিকে স্কোয়াড থেকে আলাদা করে নিয়ে সামনাসামনি ও নিরিবিলি কথা বলেছেন ফ্লিক। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৫ গোল করা এই তারকাকে ছন্দে ফেরাতেই যত চেষ্টা বার্সা কোচের। এ ছাড়া অন্যদের সঙ্গে একান্তে আলাপ করেছেন তিনি। বিশেষ নজর ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার দিকে।

গত ম্যাচে লাস পালমাসের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। সেদিন ছিল বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঘরের মাঠের দর্শকদের সামনে আনন্দ উদযাপনের সবরকম প্রস্তুতিই নিয়ে রেখেছিল ক্লাবটি। তৈরি ছিল নতুন মাসকটও।

প্রতিপক্ষ লা লিগার তলানির দিকের দল লাস পালমাস হওয়ায় জয়টা বলতে গেলে নিশ্চিতই ছিল। কিন্তু উদযাপন করার রাতে ঘরের মাঠে লাস পালমাসের কাছে ২-১ গোলে ব্যবধান হারলে সব আয়োজন মাটি হয়ে যায়।

লাস পালমাসের বিপক্ষে সেই হারের ক্ষত এখনও স্পষ্ট বার্সেলোনার। অনাকাঙ্ক্ষিত হারকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না কোচ ফ্লিক। সামনের ম্যাচগুলোতে যেন এমন অপ্রত্যাশিত অভিজ্ঞতা নিতে না হয়, সেজন্য কঠিন প্রতিজ্ঞাও করে নিয়েছেন তিনি। 

তাই লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচ মায়োর্কার বিপক্ষে মাঠে নামার আগে জরুরি সভা ডেকেছিলেন ফ্লিক। সেখানে ফুটবলারদের সঙ্গে খোলামেলা আয়োজন করেছেন তিনি। আজ রাতে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

লা লিগায় ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।


একুশে সংবাদ/ এস কে

Link copied!