AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজ সেরা হয়ে সোশ্যাল মিডিয়ায় তাসকিনের পোস্ট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৪ পিএম, ৪ ডিসেম্বর, ২০২৪
সিরিজ সেরা হয়ে সোশ্যাল মিডিয়ায় তাসকিনের পোস্ট

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে টাইগাররা দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১০১ রানের বড় জয় তুলে নিয়েছে। পুরো সিরিজে বাংলাদেশের অন্যতম নায়ক ছিলেন তাসকিন আহমেদ, যিনি ১১ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন।   

প্রথম টেস্টে ৬ উইকেট এবং দ্বিতীয় টেস্টে আরও ৫ উইকেট নিয়ে তাসকিন পুরো সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপকে ধ্বংস করেছেন। সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ১০১ রানের জয় পাইয়ে দিতে তার অবদান ছিল অনস্বীকার্য।  

তাই তো সিরিজ সেরা হয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন তাসকিন। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। সুপ্রভাত বাংলাদেশ। প্রথমবারের মতো আমি টেস্ট ক্রিকেটে সিরিজ সেরার পুরস্কার পেয়েছি। আমাকে আপনার দোয়ায় রাখবেন। ইনশাআল্লাহ, সামনে আরও অনেক আসবে।

এদিকে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সিরিজ ড্র করলাম। এটা অনেক বড় একটা অর্জন। ওদের কন্ডিশনে বড় বড় দলও স্ট্রাগল করে। আমরা কঠিন সময় পার করেছি, কিন্তু আল্লাহর রহমতে ভালোভাবে কামব্যাক করেছি।

তাসকিন আরও বলেন, ইনশাআল্লাহ সামনে আরও সাফল্য আসবে। আমার কাঁধের চোট কাটিয়ে টেস্টে ফেরা ছিল বড় চ্যালেঞ্জ। এখন আগের চেয়ে ভালো বোধ করছি।

বাংলাদেশের জন্য এই ড্র কেবল একটি ম্যাচের ফল নয়, বরং টেস্ট ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা। দীর্ঘ ব্যর্থতার পর ক্যারিবিয়ান কন্ডিশনে এমন সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়াবে।  

একুশে সংবাদ/ এস কে

Link copied!