ভারতের বিপক্ষে এশিয়া কাপের পর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি জাহানারা আলম। প্রায় সাড়ে চার মাস পর একাদশে ফিরেই বল হাতে উইকেট পেলেন। তার হাত ধরেই তিন ম্যাচ টি-২০ সিরিজের আইরিশদের প্রথম উইকেট তুলেছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টসে জিতে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের সংগ্রহ ৪ ওভারে এক উইকেটে ১৭ রান। অধিনায়ক গ্যাবি লুইস ২ ও ওরলা প্রেন্ডারগাস্ট ১ রানে ক্রিজে আছেন।
জাহানারার করা তৃতীয় ওভারের চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন হান্টার। খানিক লাফিয়ে ওঠা বল অফ স্টাম্পের বেল ফেলে দেয়। তাতে উইকেটের স্বাদ পান এই টাইগ্রেস অলরাউন্ডার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :