AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজে এগিয়ে গেল ক্যারিবীয়রা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৫ পিএম, ৯ ডিসেম্বর, ২০২৪
সিরিজে এগিয়ে গেল ক্যারিবীয়রা

সেন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শেরফেন রাদারফোর্ডের সেঞ্চুরিতে টাইগারদের ৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ক্যারিবীয়রা। রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মিরাজ। তানজিদ হাসান তামিম, মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

তানজিদ তামিম ৬০ বলে ৬০, মিরাজ ১০১ বলে ৭৪ ও মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫০ রান করেন। ওয়েস্ট  ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড নেন ৩টি উইকেট। 

২৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবীয়ানদের। দলীয় ২৭ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। ব্রান্ডন কিং ৯ ও এভিন লুইস ১৬ রান করে আউট হন। এরপর কেসি কার্টিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন শাই হোপ। ৬৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে দলীয় ৯৪ রানে ৩৭ বলে ২১ রান করে আউট হন কার্টি। তার বিদায়ের পর রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন হোপ। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রাদারফোর্ড। দুজনেই তুলে নেন ফিফটি।

দলীয় ১৯৩ রানে ৮৮ বলে ৮৬ রান করে আউট হন হোপ। তবে মারমুখী ব্যাটিংয়ে ৭৭ বলে সেঞ্চুরি তুলে নেন রাদারফোর্ড। আউট হওয়ার আগে ৮০ বলে ১১৩ রান করেন। জাস্টিন গ্রেভসের অপরাজিত ৪১ রানে ভর করে ১৪ বলে হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।


একুশে সংবাদ/ এস কে

Link copied!