ইংলিশ প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ছন্দে রয়েছে লিভারপুল। স্প্যানিশ ক্লাব জিরোনাকে ১-০ গোলে হারিয়েছে দ্য রেডসরা। ম্যাচে একমাত্র গোলটি করেন মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহ।লা লিগায় গোলো মৌসুম দুর্দান্ত কাটিয়েছিল জিরোনা।
টেবিলের তিনে থেকে আসর শেষ করেছিল দলটি। কিন্তু এবারের মৌসুমে ভালো যাচ্ছে দলটির। লা লিগার ম্যাচে হারার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও হেরেই চলছে দলটি। ঘরের মাঠে স্টাইডিও মন্টিলিভিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের কাছে হোঁচট খেয়েছে দলটি।
ম্যাচে শুরুতে দারুণ খেলতে থাকে জিরোনা। কয়েক দফা লিভারপুলের রক্ষণভাগে আক্রমণ চালায় দলটি। কিন্তু তাতে গোল আদায় করতে পারেনি। প্রতিপক্ষের আক্রমণ সামলিয়ে এবার জিরোনা রক্ষণভাগে আক্রমণ চালায় দ্য রেডসরা। তাতে গোল পাওয়া হয়নি কারোই। প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণ সামলিয়ে গোল দেয়ার চেষ্টা করেই দুই দলই। খেলার ৬০ মিনিটে নিজেদের রক্ষণে ভুল করে বসে জিরোনা। লিভারপুলের খেলোয়াড়কে ফেলেন দেন নিজেদের রক্ষণভাগে। তাতেই পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে গোল করেন মোহামেদ সালাহ।
বাকি সময়ে গোল না হলে জিরোনার মাঠ থেকে জয় নিয়ে ফিরে ২০১৯ সালের চ্যাম্পিয়নরা। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চ্যাস্পিয়ন লিগের পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :