AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিলার ঝড়ে পাকিস্তানের হার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৯ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৪
মিলার ঝড়ে পাকিস্তানের হার

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে পাকিস্তানের বিপক্ষে ১১ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ডারবানে গত মঙ্গলবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা ৯ উইকেটে ১৮৩ রান তোলে। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানে থেমে যায় পাকিস্তান।

পাওয়ার প্লেতে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পরও দক্ষিণ আফ্রিকা বড় স্কোর পায়। মিলার ও লিন্ডে ছাড়া আর কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। মিলার ৮টি ছক্কা ও ৪টি চারে ৪০ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন। ২৪ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৪৮ রান করেন লিন্ডে।

George Linde thought he had taken a hat-trick but a review saved Haris Rauf, South Africa vs Pakistan, 1st T20I, Durban, December 10, 2024

পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ। দুইটি উইকেট পান আব্বাস আফ্রিদি।

লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারেই বাবর আজম ডাক মারলে সাইম আইয়ুবকে (৩১) নিয়ে রিজওয়ান প্রতিরোধ গড়েন। তাদের ৪০ রানের জুটি ভাঙার পর একাই লড়েন রিজওয়ান। শেষ ওভার পর্যন্ত দলকে লড়াইয়ে রাখেন পাকিস্তান অধিনায়ক ।

শেষ ওভারে তার বিদায়ের পর সফরকারীরা পরাজয়ের স্বাদ পায়। ৬২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৪ রান করেন রিজওয়ান। ব্যাট হাতে অবদান রাখার পর দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন লিন্ডে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!