AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিসির র‍্যাংকিংয়ে দুইয়ে উঠলেন মিরাজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১১ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৪
আইসিসির র‍্যাংকিংয়ে দুইয়ে উঠলেন মিরাজ

জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্মরণীয় জয়ের পর বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটারের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তাদের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। আইসিসির র‍্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে তার স্বীকৃতি মিলেছে।সিরিজে ব্যাট হাতে দ্বিতীয় সর্বাধিক ১৪৬ রান ও বোলিংয়ে ৫ উইকেট নিয়ে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে এখন দ্বিতীয় স্থানে মেহেদী হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডার দুই ধাপ উপরে উঠেছেন, তার রেটিং পয়েন্ট ২৮৪। 

মিরাজের উপরে রয়েছেন কেবল রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডার ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে আছেন। তিন নম্বরে টিম ইন্ডিয়ার আরেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। চারে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিন ধাপ পিছিয়ে এখন পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন।

ব্যাটারদের র‍্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন জাকের আলী অনিক। লাল বলের সিরিজে ২ ফিফটিসহ সর্বাধিক ১৭৬ রান করা এই ব্যাটার ২১ ধাপ এগিয়ে এখন ৬৩তম স্থানে আছেন। ছয় ধাপ এগিয়ে ঠিক তার সামনে অর্থাৎ ৬২তম স্থানে মিরাজ। দুই ম্যাচ সিরিজে একটির বেশি ম্যাচ না খেলা ওপেনার সাদমান ইসলাম এক ফিফটিসহ করেন ১১০ রান। তাতেই তিনি ২৩ ধাপ লাফিয়ে এখন ৭৪তম স্থানে আছেন।

চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে এখন ৩২ নম্বরে। বাজে পারফরম্যান্সে পাঁচ ধাপ পিছিয়ে ৩৫ নম্বরে লিটন দাস। হতাশাজনক সময় পার করতে থাকা মুমিনুল হক ৭ ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে চলে গেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে না খেলা সাকিব আল হাসান দুই ধাপ পিছিয়ে এখন ৫৯ নম্বরে রয়েছেন। দুই ধাপ নামা ওপেনার জাকির হাসান এখন ৯৫ নম্বরে।

ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বল হাতে গতির ঝড় তোলা নাহিদ রানা পেয়েছেন সুখবর। প্রথম ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে মোট ৬ উইকেট তুলে র‍্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে তিনি ৭৩ নম্বরে উঠেছেন। দুই টেস্টে ১১ উইকেট শিকারি সিরিজসেরা তাসকিন আহমেদ তিন ধাপ এগিয়ে ৪৯ নম্বরে। তার নামের পাশে এখন ক্যারিয়ারসেরা ৪০৯ রেটিং পয়েন্ট।

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছিলেন ম্যাচ জয়ের নায়ক। সিরিজে ৮ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে তিনি ২১তম স্থানে রয়েছেন। আগের ২৭তম স্থানে আছেন ৫ উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজ। সাত ধাপ এগিয়েছেন সিরিজে ৭ উইকেট পাওয়া হাসান মাহমুদ, তার অবস্থান ৫১ নম্বরে।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!