অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়ে ভূমিকা রাখার পুরস্কার পেলেন হারিস রউফ। তিন ম্যাচ সিরিজে ১০ উইকেট পাওয়া এই পেসার আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের খেতাব জিতলেন।
সবমিলিয়ে রউফ গত নভেম্বর মাসে ১৮ উইকেট শিকার করেন। সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় ভারতের জাসপ্রিত বুমরাহ এবং দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনকে তপকে তিনি মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হন।
৩১ বর্ষী রউফ অজিদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে জ্বলে উঠে ২৯ রান খরচায় পান ৫ উইকেট। তার বোলিং তোপে স্বাগতিকরা মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়। এরপর ৯ উইকেটের বড় ব্যবধানে জেতে পাকিস্তান।
ওয়ানডে সিরিজ পাকিস্তান ২-১ ব্যবধানে জিতে নেয়। সিরিজসেরা হন রউফ। এরপর তিন ম্যাচ টি-২০ সিরিজে তিনি ৫ উইকেট দখল করেন। সিডনিতে হওয়া ম্যাচে তার শিকার ছিল ৪ উইকেট।
গত মাসের শেষ দিকে জিম্বাবুয়ে সফরের রউফ ওয়ানডেতে আরো তিনটি উইকেট নিয়েছিলেন। সফরকারীরা প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
এদিকে, নারীদের বিভাগে আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ড্যানি ওয়াট-হজ। দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচ টি-সিরিজে হোয়াইটওয়াশে তার বড় অবদান ছিল। ওয়াট-হজ ৭১ গড়ে ১৬৩.২১ স্ট্রাইক রেটে ১৪২ রান সংগ্রহ করেছিলেন।
এছাড়াও তিনি নারীদের আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে তিন হাজার রানের মাইলফলক ছোঁয়া দশম এবং ইংল্যান্ডের প্রথম খেলোয়াড়। বল মোকাবিলার হিসাবে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির পরেই তিনি এই মাইলফলক ছুঁতে পারা দ্বিতীয় দ্রুততম খেলোয়াড়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :