প্রথমবারের মতো লাতিন আমেরিকার কোনো দেশে বসতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপের আসর। ২০২৭ সালে দশমবারের মতো হতে যাওয়া টুর্নামেন্টের আয়োজক দেশ ব্রাজিল।
ফিফা আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) টুর্নামেন্টের শুরু এবং শেষের দিন-তারিখ ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জুন বিশ্বকাপের পর্দা উঠবে এবং ফাইনাল মাঠে গড়াবে হবে ২৫ জুলাই।
টানা ৩২ দিনব্যাপী চলবে এই আয়োজন, যেখানে অংশ নেবে বিশ্বের ৩২টি সেরা দল। টুর্নামেন্টের সময়সূচি এবং ভেন্যু চূড়ান্ত করতে আগামী বছর ড্র অনুষ্ঠিত হবে। এরপর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে ফিফা।
২০২৩ সালে বিশ্বকাপের নবম আসরে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে তারা ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :