AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৯ জেলা অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:২১ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৪
২৯ জেলা অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা থেকে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ফেডারেশনের আওতাধীন ২৯টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সভায় আসে এমন সিদ্ধান্ত। দেশের ৩৫টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে উপর তদন্ত শেষে ডিএফএ মনিটরিং কমিটির সুপারিশে ২৯ জেলার কমিটি বিপুপ্ত হয়। এসব জেলায় অ্যাডহক কমিটি গঠিত হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী রেফারিদের মান উন্নয়নে স্থাপিত হবে ফুটবল রেফারিজ অ্যাকাডেমি। এছাড়া রেফারিদের আবেদনের প্রেক্ষিতে তাদের সম্মানী/ভাতাসমূহ ২০২৫ সালের জানুয়ারি থেকে বৃদ্ধি করা হবে। 

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ২০২৪-২৫ মৌসুম থেকে কমপক্ষে আটটি দল অংশ নেবে। ২০২৩-২৪ মৌসুমের রেলিগেশনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। টুর্নামেন্টটির জন্য ক্লাব লাইসেন্স উন্মুক্ত রেখে ফেডারেশন পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করবে। এতে করে প্রথম বিভাগের ক্লাবসহ যেকোনো ফুটবল দল লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে।

এদিকে, বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ইমরান হোসেন তুষারের চুক্তির মেয়াদ আগামী ২ বছরের জন্য নবায়ন করা হয়েছে।

একুশে সংবাদ/ এস কে
 
 

Link copied!