AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলে নতুন মাত্রা যোগ করেছে চিটাগং কিংস


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:২৭ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
বিপিএলে নতুন মাত্রা যোগ করেছে চিটাগং কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ আসরে নতুন মাত্রা যোগ করেছে চিটাগং কিংস।বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চিটাগং  কিংস নিয়োগ দিয়েছে একজন অফিসিয়াল সঞ্চালক। তবে এটি শুধু একটি সাধারণ নিয়োগ নয়, কারণ হোস্ট হিসেবে যুক্ত হয়েছেন বিদেশি মডেল ইয়েশা সাগর। 

কানাডিয়ান মডেল ইয়েশা সাগর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘আমি চিটাগাং কিংসে যোগ দিতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিপিএলে কিংসদের জার্নির সকল অ্যাকশন, থ্রিল এবং স্মরণীয় মুহূর্ত তুলে ধরতে আমি প্রস্তুত। ’

ইয়েশা সাগর কেবল একজন মডেল নন; তিনি একজন অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টারও বটে। এর আগে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার আসরে সঞ্চালক হিসেবে কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। কানাডার নাগরিক হলেও ইয়েশার শিকড় ভারতের পাঞ্জাবে। ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর জন্ম নেয়া এই গ্ল্যামার ব্যক্তিত্ব ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৫ সালে কানাডায় পাড়ি জমানোর পর মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রে কাজ শুরু করেন। ২০২৩ সালে তিনি পাঞ্জাবি সিনেমা ‘ইয়ারান দা রুতবা’য় অভিনয় করেন।

क्रिकेटच्या जगतात नव्या सुंदरीची चर्चा; तिच्या सौंदर्यापुढे भलेभले होतील  ‍‍`क्लीन बोल्ड‍‍`! | Who is Yesha Sagar Indian Cricket female Anchor at Global  T20 Canada hot photos know more ...

গতকাল রাতে চিটাগাং কিংসের অফিসিয়াল পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় ইয়েশার নিয়োগের বিষয়ে জানানো হয়। সেখানে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়, কানাডিয়ান মডেল, অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগর বিপিএলে চিটাগাং কিংসের অফিসিয়াল হোস্ট হিসেবে থাকবেন। গ্ল্যামার, স্টাইল এবং প্যাশন নিয়ে হাজির হবেন টুর্নামেন্টে। আগে কখনও দেখা যায়নি এমন শো, এর জন্য প্রস্তুত হোন।

আজ ১৪ ডিসেম্বর ইয়েশার জন্মদিন। এমন বিশেষ দিনে চিটাগাং কিংসে তার যোগদানের ঘোষণা ভক্তদের জন্য বাড়তি আনন্দের কারণ হয়ে উঠেছে।

চিটাগাং কিংস বরাবরই দলকে নতুন ধাঁচে সাজানোর চেষ্টা করে এসেছে। সাকিব আল হাসানের মতো বিশ্বমানের অলরাউন্ডার দলে ভেড়ানো এবং ইয়েশার মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে হোস্ট হিসেবে নিয়োগ দেয়া, ফ্র্যাঞ্চাইজিটির লক্ষ্য যে শুধু মাঠেই নয়, বিনোদন জগতেও দৃষ্টি আকর্ষণ করা, তা স্পষ্ট।

বিপিএল ২০২৪ আসর শুরু হতে আর বেশিদিন বাকি নেই। চিটাগাং কিংসের এমন চমকপ্রদ পদক্ষেপ কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!