AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন সৌম্যর


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৩২ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন সৌম্যর

দুই ম্যাচের টেস্ট সিরিজ সমতায় শেষ করার পর ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন দেখছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় সৌম্য বলেন, আমরা তিন বিভাগে ভালো পারফরমেন্স করতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারবো।

হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করলেও, দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করতে পারে বাংলাদেশ।

টেস্ট সিরিজের শেষ ম্যাচের জয়ে, ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে আত্মসমর্পন করে টাইগাররা। তিন ম্যাচই হেরে যায় মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ২৯৪, দ্বিতীয় ম্যাচে ২২৭ ও তৃতীয় ম্যাচে ৩২১ রান করে পরাজিত হয় বাংলাদেশ।

তবে টি-টোযেন্টি সিরিজে দলগত পারফরমেন্স করতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে হারানো সম্ভব বলে মনে করেন সৌম্য। তিনি বলেন, ‘কোনটা বড় কিংবা কোনটা ছোট দল  সেটা থেকে বড় কথা হচ্ছে- কোন দল ২০টা ওভার ভালো খেলবে, কোনটা ৪০ ওভার ভালো খেলবে। সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং- তিন বিভাগেই ভালো করতে পারলে, দল হিসেবে খেলতে পারলে  আমরা তাদের সহজেই হারাতে পারবো বলে আশা করি।’

টি-টোয়েন্টিতে অন্যতম শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে চান সৌম্য। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। সেটা থেকে আমাদের দিকে মনোযোগ দিতে হবে। আমরা নিজেদের  সেরাটা দিতে পারলে ম্যাচ জিততে পারবো।’ 

ওয়ানডেতে বোলাররা ভালো করতে না পারলেও, ব্যাটারদের ভালো পারফরমেন্সের কথা মনে করিয়ে দেন সৌম্য। টি-টোয়েন্টিতেও ব্যাটাররা পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে  প্রত্যাশা করেন তিনি, ‘আমরা ওয়ানডেতে সবসময় ভালো খেলে আসছিলাম। কিন্তু সর্বশেষ দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যে ভালো বিষয় হচ্ছে, আমরা ব্যাটাররা তিনশ রান করেছি। এটা খুবই ভালো দিক। আমাদের বোলাররা সব সময় ভালো করে আসছিল। এই সিরিজটাতে তারা কিছুটা স্ট্রাগল করেছে। আশা করি তারা সামনে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে। পাশাপাশি ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করেছে বলেই ওয়ানডেতে আমরা তিনশ রান করেছি। ব্যাটা বোলাদের মিলে ভাল করতে হবে।’

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!