AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাতে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩০ এএম, ১৭ ডিসেম্বর, ২০২৪
রাতে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করতে যাচ্ছে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। জমকালো এই আয়োজন অনুষ্ঠিত হবে কাতারের দোহায়, যেখানে ফুটবল বিশ্বের সেরা তারকারা অংশ নেবেন। ফিফা ‍‍`দ্য বেস্ট‍‍` অ্যাওয়ার্ডের জন্য কয়েক সপ্তাহ আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। এই ঘোষণাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি কাতার বিশ্বকাপের দুই বছর পূর্তির আগের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

পুরুষদের মধ্যো বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ১১ জন খেলোয়াড়। এর মধ্যে ৬ জনই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। তারা হলেন- ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, দানি কারভাহাল, ফেডেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে।ম্যানচেস্টার সিটির দুই ফুটবলার আছেন তালিকায়। তারা হলেন- আর্লিং হালান্ড ও রদ্রি। অন্যান্য তিনজন হলেন- ফ্লোরিয়ান ওয়ার্টজ (বায়ার লেভারকুজেন), লামিন ইয়ামাল (বার্সেলোনা) ও লিওনেল মেসি (ইন্টার মায়ামি)।

এ নিয়ে নবমবারের মতো ফিফার বর্ষসেরার লড়াইয়ে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সর্বোচ্চ ৪ বার এই পুরস্কার জিতেছেন তিনি। তবে এবার মেসির তালিকায় থাকা নিয়ে বিতর্ক হয়েছে। বিশেষ করে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের নাম না থাকা অনেকের জন্য বিস্ময়কর।

The Best FIFA Football Awards 2022: Who is nominated ahead of 2023  ceremony? - complete list

এদিকে, ব্যালন ডি‍‍`অর জয়ী ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির নাম সবার আলোচনায় রয়েছে। তবে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবারের ফিফা বর্ষসেরা হওয়ার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।এছাড়াও একই দিন ঘোষণা করা হবে নারী বর্ষসেরা ফুটবলারের নামও। তালিকায় রয়েছেন ১৬ জন। বার্সেলোনার পাঁচজন ফুটবলার রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়, তাদের মধ্যে আছেন আইতানা বোনামাতি এবং সালমা পারাউয়েলো।

বর্ষসেরা কোচের লড়াইয়ে রয়েছেন পাঁচজন- কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), লুইস দে লা ফন্তে (স্পেন), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি) ও জাবি আলোনসো (বায়ার লেভারকুজেন)

এবারই প্রথম নারীদের সেরা গোলের জন্য চালু করা হয়েছে মার্তা অ্যাওয়ার্ড, যা ছেলেদের পুসকাস অ্যাওয়ার্ডের অনুকরণে প্রবর্তন করা হয়েছে।অনুষ্ঠানের সমাপ্তি হবে ফিফা ইন্টারন্যাশনাল কাপের ম্যাচের মাধ্যমে, যেখানে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং মেক্সিকোর ক্লাব পাচুচা।ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন শুধু বর্ষসেরা ফুটবলার কে হচ্ছেন, তা জানার জন্য।


 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!