AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ড্রয়ের আশা জাগাল টিম ইন্ডিয়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩৪ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৪
ড্রয়ের আশা জাগাল টিম ইন্ডিয়া

চলমান ব্রিজবেন টেস্টের চতুর্থ দিন দেখল ব্যাটিংয়ে ভারতের ফলোঅন এড়ানোর সংগ্রাম। ওপেনার লোকেশ রাহুল ছাড়া টপ ও মিডল অর্ডারের সকল ব্যাটার ব্যর্থ। লেট মিডল অর্ডারে খানিক স্বস্তি দিলেন রবীন্দ্র জাদেজা। শেষ উইকেটে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে কোনোরকমে ফলোঅন এড়িয়েছে টিম ইন্ডিয়া।

Josh Hazlewood left the field with a calf issue, Australia vs India, 3rd Test, Brisbane, 4th day, December 17, 2024

মঙ্গলবার স্বাগতিকদের ৪৪৫ রানের জবাবে সফরকারীরা ৯ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে। ভারত এখনো ১৯৩ রানে পিছিয়ে থাকলেও পরাজয়ের সম্ভাবনা অনেকটাই কমিয়েছে। কারণ টেস্টের বাকি আর মাত্র একদিন।প্রথম দিন মাত্র ১৩.২ ওভারের বেশি খেলাই হতে দেয়নি বৃষ্টি। দ্বিতীয় দিনটা ঠিকঠাক পার হলেও তৃতীয় দিনে বৃষ্টি ৯ বার হানা দেয়। চতুর্থ দিন চার দফা বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। তাই অতি নাটকীয়তা ছাড়া এ ম্যাচের ফল আসা অসম্ভবই বলা চলে। ৪ উইকেটে ৫১ রান নিয়ে দিন শুরু করা টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বেশিক্ষণ ক্রিজে থাকেননি। প্যাট কামিন্সের বলে ব্যক্তিগত ১০ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

Ravindra Jadeja scored a half-century in his first innings of the series, Australia vs India, 3rd Test, Brisbane, 4th day, December 17, 2024

ষষ্ট উইকেটে জাদেজাকে নিয়ে ৬৭ রান যোগ করে বিপর্যয়ে সামাল দেওয়ার চেষ্টা করেন রাহুল। মাঝে একবার বাগড়া দিয়েছিল বৃষ্টি। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ১৩৯ বলে ৮ চারে ৮৪ রানে সাজঘরে ফেরেন রাহুল। ব্যক্তিগত ৩৩ রানে জীবন পেলেও স্লিপে থাকা স্টিভেন স্মিথের দারুণ ক্যাচে শতক বঞ্চিত হন।লাঞ্চ বিরতির পর বৃষ্টি আবারো নামলে খেলা দেরিতে মাঠে গড়ায়।  নীতিশ মুকার রেড্ডিকে নিয়ে  সপ্তম উইকেটে ৫৩ রানের জুটি গড়েন জাদেজা। কামিন্সের বলে বোল্ডের আগে ৬১ বলে ১৬ রানের মাটি কামড়ানো ইনিংস খেলেন রেড্ডি।

Pat Cummins celebrates Rishabh Pant‍‍`s wicket, Australia vs India, 3rd Test, Brisbane, December 16, 2024

এরপর দ্রুত মোহাম্মদ সিরাজ ও ১২৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৭৭ রান করা জাদেজা ড্রেসিং রুমের পথ ধরলে ফলোঅনের শঙ্কায় পড়ে ভারত। শেষ ব্যাটার হিসেবে আকাশ দীপ ক্রিজে নামার ফলোঅন এড়াতে তখনো তাদের দরকার ছিল ৩৩ রান। জাসপ্রিত বুমরাহ (১০) ও আকাশ দীপ (২৭) শেষ বিকেলে আলোকস্বল্পতার জন্য খেলা শেষের আগে দলকে ফলোঅনের হাত থেকে বাঁচিয়ে দিন পার করেন। 

অজিদের হয়ে কামিন্স পান ৪ উইকেট। এছাড়া মিচেল স্টার্ক ৩টি এবং একটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও নাথান লায়ন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!