রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয়ের উদযাপনে মেতে ওঠে ফর্টিস এফসির ফুটবলাররা। বসুন্ধরা কিংসকে ২-০ গোলে হারিয়ে জায়ান্ট কিলার হয়ে ওঠা দলটি জমিয়ে দিয়েছে ফেডারেশন কাপের সমীকরণ।দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘এ’ গ্রুপে টেবিলের শীর্ষস্থানে ফর্টিস। সমান ম্যাচে ৩ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় দুইয়ে ব্রাদার্স ইউনিয়ন, তিন নম্বরে বসুন্ধরা কিংস।
এক ম্যাচ খেলা পুলিশ এফসি ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। টেবিলের তলানিতে থাকা ঢাকা ওয়ান্ডারার্স এক ম্যাচ খেলে হারের মুখ দেখায় কোনো পয়েন্ট পায়নি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতিত পর ৭১ মিনিটে ডেডলক ভাঙেন ফর্টিসের উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুমায়েভ। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড মো. আবদুল্লাহ।
গ্রুপের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাদার্স ইউনিয়ন। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন গাম্বিয়ার ফরোয়ার্ড মুস্তাফা দ্রাম্মেহ এবং সাজ্জাদ হোসেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :