কেন উইলিয়ামসন নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডে, টি-টোয়েন্টিতে স্থায়ী কোনো অধিনায়ক ছিল না নিউজিল্যান্ডের। সেই অভাব পূরণ করতে যাচ্ছেন মিচেল স্যান্টনার। তাকে স্থায়ীভাবে অধিনায়ক করেছে নিউজিল্যান্ড।
১০৭ ওয়ানডে ও ১০৬ টি-টোয়েন্টি খেলা স্যান্টনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। স্থায়ীভাবে না হলেও এর আগে ২৮টি সাদা বলের ম্যাচে কিউইদের নেতৃত্ব দিয়েছেন তিনি।
স্থায়ীভাবে দায়িত্ব পাওয়াকে বড় সম্মান হিসেবে দেখছেন স্যান্টনার। প্রতিক্রিয়ায় বলেছেন, ছোট বেলায় নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। কিন্তু আনুষ্ঠানিকভাবে দুই ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়া মানে বিশেষ কিছু। এটা নতুন চ্যালেঞ্জ। সামনে সাদা বলের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ের জন্য ভীষণ রোমাঞ্চিত আমি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট জয়ের পর দিনই স্যান্টনারকে নতুন দায়িত্ব দেওয়া হলো। শেষ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কিউই অলরাউন্ডার। ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও করেছেন ৭৬ ও ৪৯ রান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :