ব্রিসবেনে ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে তৃতীয় টেস্ট জমে উঠলেও খারাপ আবহাওয়ার কারণে ড্র দিয়েই শেষ করতে হলো ম্যাচটি। ভারতীয় বোলারদের দাপুটের পঞ্চম দিনটি বাধা হয়ে দাঁড়ায় ব্রিসবেনের আবহাওয়া। শেষদিনে জয়ের জন্য ২৭৫ রান করতে হতো ভারতকে। সিরিজের ফল এখনও ১-১। পরের টেস্ট মেলবোর্নে।
৯ উইকেটে ২৫২ রান নিয়ে নেমে আর ৮ রান যোগ করে শেষ হয় ভারতের ইনিংস। তবে অস্ট্রেলিয়ার ইনিংস শুরুর আগে প্রবল ঝড়-বৃষ্টিতে ভেসে যায় লম্বা সময়। খেলা শুরুর পর জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপের তোপে পড়ে অজিরা। ৮৫ রানে তারা হারিয়ে ফেলে ৭ উইকেট। ৭ উইকেটে ৮৯ রান তুলে পরে ইনিংস ছেড়ে দিয়ে জেতার চেষ্টা চালাতে শুরু করে তারা।
তবে ভারতের দ্বিতীয় ইনিংসে খেলা হতে পেরেছে মাত্র ১৩ বল। তাতে বিনা উইকেটে ৮ রান ছিলো স্কোর। এরপর প্রবল বৃষ্টি শুরু হলে খেলা শুরুর আর অবস্থা ছিলো না। স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটে ড্র মেনে নেয় দুই দল।
এতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ তিন ম্যাচ পর থাকল ১-১ সমতায়। সিরিজের বাকি দুই ম্যাচ মেলবোর্ন ও সিডনিতে। ওই দুই ভেন্যুতে স্পিনারদের সহায়তা থাকায় সিরিজের ফল এখন যেকোনো দিকেই যেতে পারে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :