AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্র্যাভিস হেডের কাছে কেন ক্ষমা চাইলেন আকাশদীপ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৫ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৪
ট্র্যাভিস হেডের কাছে কেন ক্ষমা চাইলেন আকাশদীপ

বুধবার ব্রিসবেন টেস্টের শেষ অর্থাৎ পঞ্চম দিন। মঙ্গলবার ফলো অন বাঁচাতে সক্ষম হয় ভারত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেডের ১৫২ এবং স্টিভ স্মিথের ১০১ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে ৪৪৫ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৬০ রানে আল আউট হয়ে যায় ভারত। তবে তৃতীয় টেস্ট বৃষ্টির কারণে বারবার বিঘ্নিত হয়। 

ভারতের টপ অর্ডারের ব্যর্থতার পর একটা সময় ফলো অন বাঁচানো কঠিন হয়ে গিয়েছিল রোহিতদের কাছে। কিন্তু শেষ উইকেটে আকাশদীপ এবং বুমরাহ মিলে এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচান। চতুর্থ দিন অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন এই জুটি।

বুধবার সকালে অবশ্য খুব বেশি রান যোগ করতে পারেনি তারা। এদিন নিজের অসমাপ্ত ওভার সম্পূর্ণ করেন প্যাট কামিন্স। সকালে মাত্র ৪.৫ ওভারই খেলতে পারে বুমরাহ-আকাশদীপ জুটি। ৪৪ বলে ৩১ রান করে আউট হয়ে যান আকাশদীপ। বুমরাহের সঙ্গে জুটিতে ৪৭ রান তোলেন তিনি। তবে এদিন একটি মজার ঘটনার সাক্ষী থাকে গাব্বা। ঘটনাটি ঘটেছিল আকাশদীপ এবং ট্র্যাভিস হেডের মধ্যে। ওভার করতে এসেছিলেন অজি স্পিনার নাথান লিয়ন। সেই সময় একটি বল আকাশদীপের প্যাডের মাঝখানে আটকে গিয়েছিল। ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিলেন ট্র্যাভিস হেড। তিনি বলটি নেওয়ার জন্য এগিয়ে আসছিলেন। অন্য দিকে প্যাডের ফাঁক থেকে বলটিকে বার করে নেন আকাশদীপ। তবে তিনি হেডের হাতে বলটি দেওয়ার পরিবর্তে মাটিতে ছুড়ে দেন।

স্বাভাবিক ভাবে বিষয়টিকে ভালো ভাবে নেননি হেড। বেশ বিরক্তি প্রকাশ করেন। অবশ্য তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পারেন আকাশদীপ। ‘সরি’ বলে ক্ষমা চেয়ে নেন ট্র্যাভিস হেডের কাছে। আর ঠিক এর পরের ওভার করতে আসেন হেড। আউট হন আকাশদীপ, তাঁকে স্টাম্প করে দেন অ্যালেক্স কেরি।

উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে নভেম্বর থেকে। ইতিমধ্যেই ২টি টেস্ট সম্পন্ন হয়েছে, তৃতীয় টেস্ট ম্যাচটি চলছে। পার্থে প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছিল ভারত। আবার অ্যাডিলেডে ১০ উইকেটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ব্রিসবেন টেস্ট ড্র হয়ে গেল। এরপর সিরিজের আরও দুটি টেস্ট বাকি থাকবে। একটি হবে মেলবোর্নে এবং অপরটি হবে সিডনিতে। সব মিলিয়ে পরের বছর যদি ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হয় তবে এই সিরিজে বড় ব্যবধানে জয় পেতেই হবে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!