AB Bank
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জটিলতা কাটল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫০ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৪
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জটিলতা কাটল

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের সমঝোতায় পৌঁছানোর খবর আগেই মিলেছিল। হাইব্রিড মডেলেহতে যাওয়া আসরে ভারতের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দুবাইয়ে খেলতে চাওয়ার বিনিময়ে পিসিবি পাকিস্তান দলের ভারতে না যাওয়ার যে শর্ত দিয়েছে, ২০২৭ পর্যন্ত তা মেনে নিচ্ছে আইসিসি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আইসিসির বোর্ড সভায় এসেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈশ্বিক ইভেন্টের ২০২৪-২০২৭ চক্র চলাকালীন ভারত ও পাকিস্তানের ম্যাচগুলো একটি নিরপেক্ষ ভেন্যুতে গড়াবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যা কার্যকর হবে।

২০২৫ সালে ভারতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। দেশটি ২০২৬ সালে শ্রীলংকার সঙ্গে পুরুষদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। ঐ দুই আসরের নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে পাকিস্তান।

সভায় একইসঙ্গে ২০২৮ সালে নারী টি-২০ বিশ্বকাপের স্বাগতিক হিসেবে ঘোষিত হয়েছে পাকিস্তানের নাম। সেখানেও ভারতের জন্য নিরপেক্ষ বেন্যুর ব্যবস্থা থাকবে। ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২৯ থেকে ২০৩১ সাল পর্যন্ত সিনিয়র নারীদের ইভেন্টগুলো আয়োজনে প্রস্তুত।

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বে ক্রিকেটের বৈশ্বিক ইভেন্ট আয়োজনে তৈরি হওয়া জটিলতার হয়েছে আপাতত সমাধান। সেজন্য দ্রুতই জানানো হবে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সূচি। আট দলের টুর্নামেন্টে স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা অংশ নেবে।


 একুশে সংবাদ/ এস কে

Link copied!