AB Bank
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এনসিএলের প্লে-অফে কে কার প্রতিপক্ষ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:৫৬ এএম, ২০ ডিসেম্বর, ২০২৪
এনসিএলের প্লে-অফে কে কার প্রতিপক্ষ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ১১ ডিসেম্বর মাঠে গড়িয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। গতকাল শেষ হয়েছে টুর্নামেন্টের গ্রুপ পর্বের লড়াই। নকআউট পর্বে সুযোগ পেয়েছে শীর্ষ চার দল।শেষ দিন প্লে-অফে ওঠার সুযোগ ছিল পাঁচ দলের। তবে সব সমীকরণ মিলিয়ে সেখান থেকে শেষ পর্যন্ত শীর্ষ চার নিশ্চিত করেছে খুলনা ও চট্টগ্রাম।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মহানগরের কাছে হেরেও শেষ চারে উঠেছে চট্টগ্রাম। একাডেমি মাঠে ১৭ রানে ঢাকা মহানগরের কাছে হেরেছে তারা। তবে নেট রানরেট ভালো থাকায় শেষ চারের টিকিট পেয়েছে তারা। 

আর রংপুরকে ৩৪ রানে হারিয়েছে খুলনা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯৫ রান করে খুলনা। এরপর রংপুরকে আটকে দেয় ১৬১ রানে। এই জয়ে নিশ্চিত হয়েছে তাদের প্লে-অফও। ঢাকা মহানগর এবং রংপুর আগেই নিশ্চিত করেছে তাদের প্লে-ফ।

একদিনের বিরতি দিয়ে আগামী শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে প্লে-অফ। সেখানে এলিমিনেটর ম্যাচে খুলনার মুখোমুখি হবে চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। আর দুপুর দেড়টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে ঢাকা মহানগর এবং রংপুর।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!