চোটে পড়ায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন ওটনিল বার্টম্যান। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন করবিন বোশ।
দক্ষিণ আফ্রিকার পেস ইউনিটের ষষ্ঠ বোলার হিসেবে চোটাক্রান্তদের তালিকায় নাল লেখালেন বার্টম্যান। বাকিরা হলেন জেরাল্ড কোয়েটজি, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লিজাড উইলিয়ামস ও আনরিখ নরকিয়া।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৭ রান ২ উইকেট নেন বার্টম্যান। দ্বিতীয় ম্যাচের আগে বোলিংয়ের রান আপের সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি। পরে আর তাকে ম্যাচের একাদশে রাখা হয়নি।
৩০ বর্ষী অলরাউন্ডার করবিন বোশ প্রোটিয়াদের সাবেক ক্রিকেটার টার্টিয়াস বোশের সন্তান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও তিনি আছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :