জিম্বাবুয়ের ইনিংসের পঞ্চম ওভারে ক্রেগ আরভিনের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেছিলেন ফজল হক ফারুকি। আম্পায়ার আবেদনে সাড়া না দেওয়ায় তিনি বিষয়টি মেনে না নিয়ে রিভিউ চান। যদিও ওয়ানডে সিরিজটিতে ডিআরএস প্রযুক্তি ব্যবহৃত হয়নি।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ফারুকিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভঙ্গ করেছেন ফারকি। এটি লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ। গত ২৪ মাসের মধ্যে এটা ছিল ফারুকির প্রথম কোনো অপরাধ। দায় স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোডেশিয়ানদের ২৩২ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড রানের ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। ম্যাচটিতে বল হাতে মাত্র ১৫ রান খরচায় দুই উইকেট দখলে নেন ফারুকি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :