AB Bank
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শামিম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে সুপারিশ বিশপের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৪ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৪
শামিম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে সুপারিশ বিশপের

বাংলাদেশের কেউ এখনও পর্যন্ত ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার জিততে পারেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামীম পাটোয়ারীর স্পোর্টসম্যানশিপে মুগ্ধ হয়েছেন ইয়ান বিশপ। তার মতে, এ বছরের স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটা এই দুজনেরই প্রাপ্য।

শুক্রবার (২০ ডিসেম্বর) শেষ টি-টোয়েন্টির বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে গুড়াকেশ মোতির করা ওভারের প্রথম বল মিড উইকেটের উপর দিকে মারার চেষ্টা করেন জাকের। তবে ব্যাটে-বলে টাইমিং না হয়ায় উচ্চতা কিংবা দূরত্ব কোনোটাই পাননি, সীমানায় দাঁড়িয়ে থাকা ওবেদ ম্যাকয়ের খানিকটা সামনে গিয়ে পড়ে বল।

তখন ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন ম্যাকয়, ব্যর্থ হওয়ায় হাতে আঘাত পান এই ক্যারিবিয়ান পেসার। ফিল্ডার বল জমাতে না পারায় জাকের ও শামীম দৌড়ে রান নেন। দ্বিতীয় রান নেওয়ার পর বুঝতে পারেন ফিল্ডার আঘাত পেয়ে মাটিতে শুয়ে আছেন। দুই ব্যাটার তখন সুযোগ থাকা সত্ত্বেও আর কোনো রান নেননি।

এ সময় কমেন্ট্রি বক্সে ছিলেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার বিশপ। সেখান থেকে এই ঘটনাকে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলেছেন তিনি। এমনকি ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনায় আইসিসির কাছে পুরস্কারের সুপারিশ করেছেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের ও শামীম রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন। এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।

প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এর মধ্যে একটি ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’। ‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!