AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাত পোহালেই বিপিএলের পর্দা উঠছে


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:০৩ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৪
রাত পোহালেই বিপিএলের পর্দা উঠছে

আর মাত্র কয়েকঘন্টা, এরপরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) ১১তম আসর। কিন্তু বিপিএল শুরুর আগেও দলগুলোর ভিতরে দেখা যাচ্ছে না বিপিএলের আমেজ।সেই সাথে  বিপিএলের দর্শকদের মাঝে দেখা দিয়েছে হতাশা। এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর কিছুটা আশার আলো দেখালেও বিপিএল রয়ে গিয়েছে সেই পুরাতন চেহারায়।

 

আজ অনুশীলনে যোগ দেয় খুলনা টাইগার্স।দলগুলোতে আসতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররাও।

শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনেও ভিড় জমেছে দর্শকদের। কিন্তু রাত পোহালেই শুরু যে টুর্নামেন্টের, সেখানকার অধিনায়কদেরই খোঁজ নেই।


বিপিএলে অংশ নিচ্ছে সাত দল। যার মধ্যে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে মাত্র  ৩টি ফ্র্যাঞ্চাইজি। এখন পর্যন্ত নিজেদের অধিনায়কের নামই জানায়নি চার ফ্র্যাঞ্চাইজি।

ফরচুন বরিশালকে গত আসরে শিরোপা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। এই আসরেও তামিমই দলের সবচেয়ে বড় আস্থা ও ভরসা। অধিনায়কের দায়িত্বটা আছে তারই কাঁধে। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। গত আসরেও ছিলেন অধিনায়ক। কিছুদিন আগেই ক্যারিবিয়ান অঞ্চলে দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগ।


এর বাইরে নিজেদের অধিনায়কের নাম জানিয়েছে কেবল ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।

রোববার দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে তারা জানায়, শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা এই আসরে দলের অধিনায়কের ভূমিকায় থাকছেন।

এর বাইরে রাজশাহী নিজেদের অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নাম ঘোষনা করেছে। এর বাইরে সন্ধ্যার আগে নিজেদের অধিনায়কের নাম জানিয়েছে চিটাগাং কিংস।কিংসের অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন।


এর বাইরে বাকি দুই দল সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্সের অধিনায়কদের নামের জন্য অপেক্ষা হয়ত করতে হবে একেবারেই শেষ পর্যন্ত। দিনশেষে বিপিএলের আগে চিরায়ত হতাশাই ক্রিকেটপ্রেমীদের সঙ্গী।

অধিনায়কের পাশাপাশি এখন পর্যন্ত নিশ্চিত নয় কারা আসছেন আম্পায়ার হিসেবে। মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসর নেয়া অভিজ্ঞ আম্পায়ার মারাইয়াস এরাসমাসের কথা শোনা গেলেও সেসব জোরালো কোনো খবর এনে দিতে পারেনি।


এমনকি আসর শুরুর একদিন বাকি থাকলেও প্লেয়িং জার্সিটাই সামনে আনতে পারেনি ৫ ফ্র্যাঞ্চাইজি।

তাই ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল সংবাদ সম্মেলনে কিছুটা হতাশা সুরেই বললেন, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’


একুশে সংবাদ//র.ন

Link copied!