AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনলাইন-অফলাইনে যেভাবে মিলবে বিপিএলের টিকিট


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:৩২ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৪
অনলাইন-অফলাইনে যেভাবে মিলবে বিপিএলের টিকিট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে। একাদশ আসর শুরুর আগের দিন এসে আজ টিকিটমূল্য প্রকাশ করেছে বিসিবি।এবারের আসরের প্রথম দফায় বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজ হোম অব ক্রিকেটে আয়োজিত হতে যাওয়া ম্যাচগুলোর টিকিটের মূল্য তালিকা দিয়েছে বিসিবি।

এবারের আসরে সর্বনিম্ন ২০০ টাকা দিয়ে বিপিএলের ঢাকা পর্বে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। ম্যাচগুলোর টিকিট দর্শকরা কিনতে পারবেন অফলাইন-অনলাইন, দুই উপায়েই।

শেরে বাংলা স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার টাকা। টিকিট কেনা যাবে আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

অনলাইনে টিকিট কেনা যাবে এই লিংক থেকে। এছাড়া ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। এই শাখাগুলো হলো মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।
 

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!