AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়ে যা জানালেন তামিম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:০৮ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়ে যা জানালেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি।আগামীকাল ৩০ ডিসেম্বর দুপুরে দুর্বার রাজশাহীর বিপক্ষে এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম।ভক্ত ও সমর্থকরা একটা আশায় উন্মুখ হয়ে আছেন। অনেকেরই ধারণা, তামিম জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। তাই এবার পূর্ব প্রস্তুতি হিসেবে এনসিএল টি-টোয়েন্টি খেলেছেন এবং বিপিএলেও জোর প্রস্তুতি নিয়ে নামছেন।

কিন্তু ভক্ত ও সমর্থকদের জন্য আছে দুঃসংবাদ। তাদের সে আশা সম্ভবত পূরণ হবে না। কারণ তামিমের কথা শুনে মনে হচ্ছে, তিনি আর জাতীয় দলে ফেরার কথা ভাবছেন না। তার চিন্তাভাবনায় জাতীয় দল নেই।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে শেরে বাংলার কনফারেন্স হলে প্রেস মিটে কথা বলতে এসে তামিম বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি কারো। আমি যেচে কোনো আলোচনা করিনি, না কেউ আমার সঙ্গে আলোচনা করেছে।’

ক্রিকেট নিয়মিত খেলা মিস করেন কি? জবাবে তামিমের সোজাসাপ্টা উত্তর, ‘না, যেখানে আছি আমি খুশি। উপভোগ করছি বলেই খেলছি, উপভোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় দলে যখন তিন ফরম্যাটে খেলেছি তখন ভিন্ন চ্যালেঞ্জ ছিল, এখন ভিন্ন চ্যালেঞ্জ; রিল্যাক্স বেশি।’

বিপিএলে আগামী আসরেও খেলবেন কিনা, সেটিও পরিষ্কার করেননি তামিম। ‘এবার খেলছি...’ বলে বাক্যটা শেষ করেননি তামিম। তার মানে যে কোনো সময় ক্রিকেটকে বিদায়ও বলে দিতে পারেন দেশসেরা ওপেনার।

একুশে সংবাদ/ এস কে

Link copied!