AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশস্বীর আউট নিয়ে বিতর্ক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২৪ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৪
যশস্বীর আউট নিয়ে বিতর্ক

মেলবোর্নে চতুর্থ টেস্টে পরাজিত ভারত। আগের টেস্টগুলির মতো এবারও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ ভারতের টপ অর্ডার। ৩৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে একমাত্র লড়াই দেন যশস্বী জসওয়াল। ২০৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি।

এর আগে প্রথম ইনিংসেও ৮২ রান করেছিলেন যশস্বী। বিরাট কোহলির ভুলে সেবার রান আউট হতে হয়েছিল তাঁকে। এবারও তাঁর আউট নিয়ে বিতর্ক দেখা যায়। স্নিকোয় কোনও নড়াচড়া দেখা না গেলেও তাঁকে প্যাভিলিয়নে ফেরার নির্দেশ দেন থার্ড আম্পায়ার। তবে বিষয়টি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন প্রাক্তন অজি আম্পায়ার সাইমন টাফেল।

সেভেন ক্রিকেটে বক্তব্য রাখার সময় টাফেল বলেন, ‘আমার দৃষ্টিতে এটি আউট ছিল। থার্ড আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। যখন আম্পায়ার স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বলের সঙ্গে গ্লাভসের সম্পর্ক হয়েছে, তখন মনে হয় না আর কোনও টেকনোলজির ব্যবহারের প্রয়োজন থাকে। স্পষ্টতই বলের সঙ্গে গ্লাভসের সম্পর্ক হয়েছিল, যার প্রমাণও আমরা দেখতে পেয়েছি থার্ড আম্পায়ারের রিভিউ চলাকালীন।’

উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল মেলবোর্ন টেস্টের ভারতের শেষ ইনিংসের ৭০.৫ ওভারে। তখন প্যাট কামিন্সের বলে যশস্বীর বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় অস্ট্রেলিয়া। ফিল্ড আম্পায়ার আউট দেননি। রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অজিদের তরফে। তৃতীয় আম্পায়ার শরাফউদ্দৌলা রিপ্লে দেখে জানান, বল যশস্বীর গ্লাভসে লেগে বাঁক নিয়েছে। তবে বিষয়টি ফিল্ড আম্পায়ারের নজরে আসেনি। এমন ক্ষেত্রে আল্ট্রা এজ প্রযুক্তির সাহায্য নিয়ে দেখা হয় বল ব্যাটে লেগেছে কিনা। এখানেও স্নিকোয় যাচাই করা হয় তা। এক্ষেত্রে আল্ট্রা এজে কোনও হেরফের ধরা পড়েনি। তাই যশস্বীকে নট-আউট ঘোষণা করা উচিত ছিল তৃতীয় আম্পায়ারের। কিন্তু তৃতীয় আম্পায়ারের মনে হয়েছে বল যশস্বীর গ্লাভসে লেগেছে, সেই কারণে আউট দেওয়া হয় তাঁকে।

অন্যদিকে চতুর্থ টেস্ট জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল অজিরা। প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলেছিল তারা। ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন স্টিভ স্মিথ। এরপর ব্যাট করতে নেমে ৩৬৯ রান তোলে ভারত। ১১৪ রান করেন নীতীশ কুমার রেড্ডি। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান তোলে অস্ট্রেলিয়া। ৫ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন তিনি। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৪০ রানের। কিন্তু তা তাড়া করতে নেমে মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায় ভারত। একমাত্র ব্যাট হাতে ভালো খেলেন যশস্বী।


একুশে সংবাদ/ এস কে

Link copied!