AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় দিবস হকির শিরোপা জিতেছে বিমানবাহিনী


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৪৩ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৪
বিজয় দিবস হকির শিরোপা জিতেছে বিমানবাহিনী

প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির ফাইনালে সোমবার বাংলাদেশ নৌবাহিনীকে ৫-৪ গোলে হারিয়ে নিজ  প্রথম হকির শিরোপা জিতেছে বাংলাদেশ বিমান বাহিনী।মাওলানা ভাসানী স্টেডিয়ামে  অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ বিমানবাহিনীর জয়নায়ক হিসেবে আবির্ভুত হন চৌকষ ফরোয়ার্ড রাকিবুল হাসান। তার হ্যাটট্রিক গড়ে দেয় জয়-পরাজয়ের ব্যবধান।  

তবে তরুণ উইঙ্গার ওবায়দুল হাসান জয় ছিলেন বিমান বাহিনীর ছিলেন গেম চেঞ্জার। তার  যা দুর্দান্ত স্টিক ওয়ার্ক এবং পুরো ম্যাচ জুড়ে উদ্ভাবনী ধারা বিমান বাহিনীকে নিয়ে যায় শিরোপার পথে। 

নৌবাহিনীর ডিফেন্ডার ফরহাদ আহমেদ শীতুল ৫১তম মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার তাসিন আলীকে অভ দ্য বল আঘাত কওে দেখেন লাল কার্ড।

নৌবাহিনী আশরাফুল ইসলামের ড্র্যাগ অ্যান্ড ফ্লিকের উপর নির্ভরশীল এটি মাথায় রেখে  পেনাল্টি কর্নার না দেয়ার ব্যাপারে বিমানবাহিনীর ডিফেন্স শুরু থেকেই সতর্ক ছিল। নৌবাহিনীর অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে বিমান বাহিনীর ডিফেন্ডারদের কঠিন মার্কিংয়ের মাঝে রাখাও ছিল বিমান বাহিনীর সাফল্যের আরেক কৌশল। 

ম্যাচের ৪র্থ মিনিটে জয়ের দূরন্ত স্টিক ওয়ার্ক খুজে পায় আনমার্কড  রকিবুলকে, পোস্টেও  খুব কাছ থেকে বলকে তিনি জালে ঠেলে দেন। ১১তম মিনিটে কৃষ্ণ কুমারের রিভার্স হিটে লিড ২-০ তে নিয়ে যায় বিমান বাহিনী। ১৭তম মিনিটে পেনাল্টি কর্নারে আশরাফুল ব্যবধান কমিয়ে আনেন, এটি তার ১১তম গোল, টুর্নামেন্ট সেরা গোলদাতাও তিনি। হাফ টাইম শেষে ২-১ গোলে এগিয়ে ছিল বিমান বাহিনী। 

মেহরাব হাসান সামিন ৩১তম মিনিটে কেণাকুণি হিটে বিমানবাহিনীকে ৩-১ গোলে এগিয়ে দেন।৩৭তম মিনিটে মাইনুল ইসলাম কৌশিকের স্ট্রাইক এবং ৪৭তম মিনিটে ফরহাদ আহমেদ শিতুলের দুর্দান্ত গোলে স্কোর বোর্ডে ওঠে ৩-৩ গোল। কঠিন প্রতিদ্বন্দিতাপুর্ণ  কোয়ার্টারের দিকে যায় ফাইনাল। 

তবে ৪৯ ও ৫৭ মিনিটে রাকিবুল হাসানের দুটি গোল বিমান বাহিনীকে নিয়ে যায় জয়ের দ্বারপ্রান্তে।ম্যাচের শেষ মিনিটে জিমির গোলটি স্কোরলাইনকে ৫-৪ করে তবে আর ম্যাচে ফেরার সময় ছিল না নৌ বাহিনীর। কয়েক মুহুর্ত পরই বাজে লম্বা বাঁশি  এবং প্রাণভরা উদযাপনে বিস্ফোরিত হন বিমান বাহিনীর খেরোয়াড়রা।

বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান, প্যারাগন গ্রুপের প্রতিনিধিসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!