AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হেরে যে আক্ষেপে পুড়ছে বিজয়


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:১২ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৪
হেরে যে আক্ষেপে পুড়ছে বিজয়

বিপিএলের ১১তম আসরে প্রথম ম্যাচে হারের জন্য একজন বিদেশি খেলোয়াড়ের না থাকাকে দায়ী করেছেন এনামুল হক বিজয়। সোমবার (৩০ ডিসেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন রাজশাহীর অধিনায়ক। এ সময় মিরপুরের উইকেট ২০০ প্লাসের উপযোগি ছিল কিনা জানতে চাওয়া হয় তার কাছে।

জবাবে বিজয় বলেন, আসলে ২০০উপরে ছিল বলব না। ওদের ব্যাটিং দেখেও তা মনে হয়নি। আমরাও প্রথমে ব্যাটিংয়ে দ্রুত উইকেট হারিয়েছি। কিন্তু তারা মাঝের দিকে সময় নিয়ে ব্যাটিং করেছে। যেখানে রিয়াদ ভাই দায়িত্ব নিয়েছে, শাহিন ও ফাহিম একটা ভালো ইনিংস খেলেছে। এ জন্য তারা জিতেছে।

আসলে টি-টোয়েন্টি হলো মোমেন্টামের খেলা, আমরা সেটা ধরে রাখতে পারেনি। তবে আমি বলব না যে ছেলেরা হাল ছেড়ে দিয়েছিল। সবাই যথেষ্ট চেষ্টা করেছে। কিন্ত আমাদের হাতে অপশন কমছিল।

এবারের বিপিএলে মাত্র তিনজন বিদেশিকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী। আর তাই প্রথম ম্যাচে একজন বিদেশি খেলোয়াড়ে অভাব ভালোভাবেই টের পেয়েছে তারা। ম্যাচ শেষে সেই কথাই তুলে ধরেন বিজয়।

তার ভাষ্য, আমাদের হাতে অপশন কমছিল। আপনি যদি দেখে বরিশাল বা রংপুরের দিকে তাকান তাহলে দেখবেন তাদের অনেক অপশন আছে। একটা অধিনায়কের কাছে অপশন কম থাকলে কিছু করার থাকে না। বরিশালের অনেক অপশন ছিল তারপরও আমরা ১৯৭ রান করছি। আমাদের কাছেও যদি একজন বিদেশি অলরাউন্ডার থাকত তাহলে ভিন্ন কিছু হতে পারত।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। কিন্তু তার সঙ্গে কেউ জুটি গড়তে পারেনি বলেই ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন রাজশাহীর অধিনায়ক।

বিজয় বলেন, তাসকিন অনেক ভালো বল করেছে, কিন্তু তার সঙ্গে আর কেউ ভালো করতে পারেনি। কেউ যদি আর ৪টা ওভার ভালো করত বা এক ওভারে ২টি ছক্কা কম হজম করত তাহলে ভিন্ন কিছু হতে পারত। সেটা হয়নি তাই ম্যাচ হেরে গিয়েছি।

উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে বরিশালকে ১৯৮ রানের বড় লক্ষ্য দেয় রাজশাহী। জবাব দিতে নেমে ১১ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!